On This Day 2003

নিজের ' শীর্ষাসন' আগাসি ফিরে পেয়েছিলেন আজকের দিনে

খেলা

on-this-day-2003

আজ ২৮এপ্রিল। ২০০৩ সালের আজকের দিনেই নিজের একনম্বর র্যাঙ্ক ফিরে পেয়েছিলেন টেনিস মহাতারকা আন্দ্রে আগাসি। অস্ট্রেলিয়ান ওপেনে হারিয়েছিলেন রেইনার শাটলারকে। ৬-২, ৬-২ , ৬-১ পয়েন্টে নিজের অষ্টম গ্র্যান্ড স্ল্যাম জিতে প্রবীণ টেনিস খেলোয়াড় হিসেবে ফিরে পেয়েছিলেন বিশ্বের একনম্বর র্যাঙ্ক। তখন তার বয়স ছিল ৩৩বছর। এটি আগাসির চতুর্থ অস্ট্রেলিয়ান ওপেনের  শিরোপা ছিল।  তবে এই প্রতিযোগিতায় আগ্রাসী মনোভাব দেখিয়েছিলেন আগাসি। শেষ ৩রাউন্ডে মাত্র ১৯পয়েন্টই হারিয়েছিলেন তিনি।

 

 

Comments :0

Login to leave a comment