হাওড়ার সাঁকরাইলের কাছে আলমপুর মোড়ে আন্দুল রোডের পাশে একাটি থার্মোকলের থালা বাটি তৈরির কারখানার অগ্নিকাণ্ডের জেরে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার বিকাল ৩টে নাগাদ। আগুন দ্রুত ছিড়িয়ে পড়ে। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। স্থানীয়রা খবর খবর দেয় দমকল ও পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের তিনটি ইঞ্জিন। দাহ্য বস্তু থাকায় আগুন ভয়াবহ আকার নেয়। ফের দমকলের ৩টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। দমকল ও স্থানীয়দের দীর্ঘ ক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কারখানার মধ্যে এক শ্রমিকের অগ্নিদগ্ধ ঝলাসনো দেহ উদ্ধার হয়। কারখানার শেডে কাজ করছিলেন দুইজন। একজন পালতে সক্ষম হলেও আরেকজন আটকে পরে। প্রায় আড়াই ঘন্টা পরে আগুন নিভিয়ে উদ্ধার হয় আকাশ হাজরা নামে শ্রমিকের দেহ। কারখানার মধ্যে আর কেউ আটকে রয়েছেন কিনা, তাও খতিয়ে দেখছে দমকল ও সাঁকরাইল থানার পুলিশ।
কী ভাবে অগ্নিদগ্ধ হয়ে ওই শ্রমিকের মৃত্যু হয়েছে স্পষ্ট জানা যায়নি। আগুন লাগার কারণও স্পষ্ট নয়। তবে দমকলের প্রাথমিক অনুমান, শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
স্থানীয়দের অভিযোগ মাঝে মধ্যেই আগুন লাগার ঘটনা ঘেটে এই থার্মোকল কারখানায়। তাদের অভিযোগ একাধিকবার এই আগুন লাগার ঘটনা ঘটলেও প্রশাসন নির্বিকার। এই ঘটনায় ক্ষোভ জানিয়েছেন তাঁরা।
Fire Howrah
হাওড়ায় থার্মোকল কারখানায় আগুন, মৃত এক শ্রমিক

×
Comments :0