অধিবেশন শুরু হতেই মুলতুবি হয়ে গেলো লোকসভা। প্রশ্ন-উত্তর পর্বে অপারেশন সিঁদুর নিয়ে আলোচনার দাবি জানিয়ে সরব হন বিরোধীরা। শুরু হয় তুমুল হৈহট্টগোল। অধিবেশন কিছুক্ষনের জন্য মুলতুবি করে দেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা।
রাজ্যসভায় অপারেশন সিঁদুর এবং পাকিস্তানের সাথে সংঘাত নিয়ে মার্কিন রাষ্ট্রপতির যেই বিবৃতি তা নিয়ে সরব হন রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে। পাল্টা কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা দাবি করেন কংগ্রেস মূল বিষয় থেকে নজর ঘোরানের চেষ্টা করছে। অধিবেশনের প্রথমেই বিরোধীদের পক্ষ থেকে অপারেশন সিঁদুর এবং বিহারে ভোটার তালিকার বিশেষ সমীক্ষা নিয়ে আলোচনার দাবি জানানো হয়। এর পাশাপাশি ভারত পাকিস্তান যুদ্ধ বিরতি নিয়ে মার্কিন রাষ্ট্রপতির যেই বক্তব্য তার পরিপ্রেক্ষিতে সংসদে প্রধানমন্ত্রীর বিবৃতিও দাবি করেছেন বিরোধীরা।
Comments :0