সোমবার অর্থাৎ ২৮ জুলাই লোকসভায় অপারেশন সিঁদুর নিয়ে হবে আলোচনা। ২৯ জুলাই রাজ্যসভায়। ভারত পাকিস্তানের সামরিক সংঘাত নিয়ে সংসদে বিশেষ অধিবেশনের দাবি জানিয়ে মে মাসে সরব হয়েছিল বিরোধী রাজনৈতিক দলগুলো। কিন্তু সরকারের পক্ষ থেকে তাকে কোন মান্যতা দেওয়া হয়নি। বাদল অধিবেশনের প্রথম থেকেই অপারেশন সিঁদুর এবং বিহারে ভোটার তালিকায় বিশেষ সমীক্ষা নিয়ে আলোচনার দাবি জানিয়ে সরব হয়েছিলেন বিরোধীরা। জানা যাচ্ছে বিহার নিয়ে আলোচনায় রাজি না হলেও অপারেশন সিঁদুর নিয়ে আলোচনায় রাজি হয়েছে সরকার।
উল্লেখ্য ভারত পাকিস্তান দুই দেশের সংঘর্ষবিরতি নিয়ে ভারত সরকারের কোনও প্রতিনিধির আগে কেন মার্কিন প্রেসিডেন্টের ঘোষণা করবেন সেই নিয়েও প্রশ্ন তুলেছে বিরোধীরা। এই নিয়ে প্রধানমন্ত্রীর বিবৃতিও দাবি করেছেন বিরোধীরা।
এই প্রসঙ্গে সিপিআই(এম) এর পক্ষ থেকে এই বিষয় দলের সাধারণ সম্পাদক এমএ বেবি প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে উল্লেখ করেন, দেশের বিদেশ নীতি হলো ভারতের সঙ্গে কারোর কোনও বিরোধ লাগলে তা দ্বিপাক্ষিক ভাবে নিষ্পত্তি করা হবে। কোনও তৃতীয় পক্ষ এই মধ্যে হস্তক্ষেপ করবেন না। তাই এই পরিস্থিতি কেন তৈরি হলো যে মার্কিন প্রেসিডেন্টকে ঘোষণা করতে হলো, তা নিয়ে বিস্তারিত ভাবে জানানো প্রয়োজন। সরকারের অবস্থান স্পষ্ট করা প্রয়োজন।
Monsoon Session 2025
আগামী সপ্তাহে অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা সংসদে

×
Comments :0