GAZA CPIM

গাজায় যুদ্ধবিরতির দাবি তুলল পার্টি কংগ্রেস, মোদী সরকারের তীব্র সমালোচনা

জাতীয়

সিপিআই(এম) ২৪তম কংগ্রেস গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি করেছে। ইজরায়েলকে জাতি বৈষম্যবাদী রাষ্ট্র হিসেবে ঘোষণা করার দাবি জানিয়েছে। সেই অনুযায়ী ইজরায়েলের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নির্ধারণের দাবি তুলেছে ভারত সরকারের কাছে। প্রস্তাবে দাবি, বিজেপি সরকারকে ইজরায়েলকে সমর্থন বন্ধ করতে হবে। প্যালেস্তাইনের জনতার স্বাধীনতা সঙ্গত দাবিকে সমর্থনের অবস্থানে ফিরতে হবে। 
উল্লেখ্য, প্যালেস্তাইনের প্রশ্নে এই অবস্থান ভারতের বিদেশনীতির বরাবরের বৈশিষ্ট থেকেছে। 
সিপিআই(এম) ২৪তম পার্টি কংগ্রেস গাজায় ইজরায়েলের গণহত্যার নিন্দা জানিয়েছে। প্রস্তাবে বলা হয়েছে, সিপিআই(এম) প্যালেস্তাইনের জনগণের প্রতি সংহতি জানাচ্ছে। ভারতীয় জনগণকে প্যালেস্তাইনের জনগণের পাশে দৃঢ়ভাবে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছে।
প্রস্তাবে মনে করানো হয়েছে যে আরএসএস ভাবাদর্শের দিক থেকে জায়নবাদী শাসনের পক্ষে। বিজেপি সরকার রাষ্ট্রসঙ্ঘে যুদ্ধবিরতির প্রস্তাবে বিপক্ষে অবস্থান নিয়েছে। আবার এই প্রশ্নে ভোট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অতীতে কখনও তা হয়নি। 
এদিন মাদুরাইতে সাংবাদিক সম্মেলনে সিপিআই(এম) পলিট ব্যুরো সদস্য ও রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন পার্টি কংগ্রেসে সংহতি জানানো হয়েছে প্যালেস্তাইনের জনতার প্রতি। গণহত্যা চলছে মার্কিন মদতে। গণহত্যা চালাচ্ছে ইজরায়েলের জায়নবাদী শাসন।
সংহতি প্রস্তাব পার্টি কংগ্রেসে পেশ করেন পলিট ব্যুরো সদস্য এমএ বেবি, সমর্থন করেন টি রামকৃষ্ণন। এদিন গায়ে 'কাফিয়া' জড়িয়ে ছিলেন প্রতিনিধিরা। 
সেলিম বলেন প্রতিনিধিরা স্লোগান তুলে সমর্থন করেন প্রস্তাবকে। তাঁদের নিজস্ব দেশের অধিকারকে সমর্থন জানিয়ে এসেছে সিপিআই(এম)। সমর্থন করেছে দুই রাষ্ট্র নীতিতে সমাধান প্রক্রিয়াকে। কিন্তু ইজরায়েল তা মানতে রাজি নয়। যুদ্ধবিরতির মধ্যে আক্রমণ চলেছে। শিশুদের হত্যা করা হয়েছে। যারা গণতন্ত্র, শান্তির পক্ষে সিপিআই(এম) তাঁদের সঙ্গে রয়েছে।

Comments :0

Login to leave a comment