VOTE JADAVPUR

মানুষ ভোট দিচ্ছেন, তৃণমূলের হার নিশ্চিত : সৃজন

রাজ্য লোকসভা ২০২৪

শনিবার দুপুরে সৃজন ভট্টাচার্য।

তৃণমূলের হুমকি, সন্ত্রাসকে উপেক্ষা করে ভোট দিচ্ছেন যাদবপুরের মানুষ। নিজের বুথে ভোট দিয়ে বেরোনোর সময় একথা বলেন যাদবপুরের সিপিআই(এম) প্রার্থী সৃজন ভট্টাচার্য। 
এদিন দুপুরের দিকে নিজের বুথে ভোট দিতে আসেন সৃজন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "তৃণমূল কি করছে সেটা বড় কথা নয়। মানুষ যে ভাবে ভোট দিচ্ছেন সেটাই বড় বিষয়।"
সৃজন আরও বলেন, "ভা, বারুইপুর, সোনারপুর, যাদবপুরে কিছু অশান্তি তৃণমূল করেছে। এই দিয়ে হবে না। মানুষ যেই ভাবে ভোট দিচ্ছে তাতে ওদের হার নিশ্চিত।"
এদিন সকালে বারুইপুর পূর্ব বিধানসভায় সৃজনকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল।
সৃজন বলেন, "কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা যা হওয়ার দরকার ছিল তা নয়। কিছু ক্ষেত্রে তারা সক্রিয় কিছু ক্ষেত্রে তারা সেই ভূমিকা পালন করছে না।"

Comments :0

Login to leave a comment