Panagar accident

গ্রেপ্তার পানাগড়ের ঘাতক গাড়ির চালক

রাজ্য জেলা

পানাগড়ে তরুণীর দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় অভিযুক্ত গাড়ির চালককে আটক করলো পুলিশ। রবিবার রাতে চন্দননগর থেকে গয়া যাওয়ার পথে সুতন্দ্রা এবং তার সঙ্গীদের গাড়ি ধাওয়া করে। অভিযোগ কটুক্তি করা হচ্ছিল তাদের। বাঁচার জন্য দ্রুতবেগে গাড়ি চালাতে থাকেন তারা। পানাগড় বাজারের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে গিয়ে মৃত্যু হয় চন্দননগরের তরুণীর।

তারপর থেকে চার অভিযুক্ত এবং ওই গাড়ির খোঁজ চালাচ্ছিল পুলিশ। যাকে গ্রেপ্তার করা হয়েছে তার নাম বাবলু যাদব। কাঁকসার বাসিন্দা। গাড়ির ব্যবসা করেন তিনি। তার সাথে আরও কে কে ছিল এবং ওই দিন ঠিক কি হয়েছিল তা বাবলুকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। 

মঙ্গলবার ডানকুনিতে সিপিআই(এম) রাজ্য সম্মেলনের প্রকাশ্য সমাবেশ থেকেই রাজ্য সম্পাদক সেলিম বলেন যে ঘটনায় তৃণমূলের যোগ রয়েছে। সে কারণেই পুলিশ ইভটিজিংয়ের অভিযোগকে আড়াল করতে চাইছে। তিনি এবং মীনাক্ষী যাবেন চন্দননগরে, ওই পরিবারের সঙ্গে দেখা করতে। 
সন্ধ্যায় চন্দননগরে পৌঁছে যান তাঁরা। সঙ্গে ছিলেন স্থানীয় সিপিআই(এম) নেতৃবৃন্দ। সেলিম বলেন, ‘‘এই পরিবারের বিচারের জন্য লড়াইয়ে পাশে থাকবে পার্টি। বিচার আদায় করতে হবে।’’ 
সুতন্দ্রার মা তনুশ্রী চ্যাটার্জি সংবাদমাধ্যমে জানিয়েছেন ক্ষোভ। তিনি বলেছেন যে রাস্তা দিয়ে মদ খেতে খেতে যাবে? এটা কী? কোথায় বাস করছি আমরা? আমার মেয়ে তো ফিরে আসবে না, কিন্তু আরও মেয়েরা রয়েছে। বাইরে কাজ করতে হচ্ছে, কেউ তো আর ঘরে বসে থাকবে না। মেয়ে মানেই এখন হয়ে গিয়েছে ভোগ্য বস্তু।

Comments :0

Login to leave a comment