সল্টলেক করুণাময়ীতে শান্তিপূর্ণ পিকেটিংয়ের সময় ধাক্কাধাক্কি চালালো পুলিশ। ধাক্কায় পড়ে গিয়ে আহত হয়েছে ৮১ বছরের রুমা রুদ্র। তাঁর বাঁ পায়ের ফিমার বোন ভেঙে গিয়েছে।
সিপিআই(এম) উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সদস্য বুম্বা মৈত্র জানিয়েছেন, ধর্মঘটের সমর্থনে সম্পূর্ণ শান্তিপূর্ণ মিছিল চলছিল। সেখানেই ধাক্কাধাক্কি করে অতি সক্রিয় পুলিশ।
বিধাননগরে সিআইটিইউ সহ ট্রেড ইউনিয়ন কর্মীরা মিছিল করছিলেন। দু’টি মিছিল দু’দিক থেকে আসে। সল্টলেক করুণাময়ীতে একটি মিছিল দশ নম্বর ট্যাঙ্ক থেকে আসে। অপরটি আসে জিডি আইল্যান্ড থেকে। এই মিছিল শুরু থেকে পুলিশ ভাঙার চেষ্টা করেছে। পুলিশের বাধা প্রতিহত করে মিছিল।
করুণাময়ী মোড়ে ধর্মঘটের সমর্থনে স্লোগান এবং রাস্তা অবরোধ চলছিল। পুলিশ নির্মমভাবে আক্রমণ করে। মৈত্র জানান, বহু মহিলা কর্মীকে আক্রমণ করে পুলিশ। সেই সময় প্রবীণ মহিলা কর্মী রুমা রুদ্রকে দাক্কা দেয়। তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। জানা গিয়েছে তাঁর ফিমার বোন ভেঙে যায়। দশজনকে গ্রেপ্তার করে পুলিশ। প্রতিবাদের জেরে তাঁদের ছাড়তে বাধ্য হয়।
বুধবার পাতিপুকর-লেকটাউনে সিপিআই(এম)’র মিছিল আটকাতেও ধাক্কাধাক্কি চালায় পুলিশ। এই মিছিলে অংশ নেন সিআইটিইউ নেতা এবং সিপিআই(এম) রাজ্য কমিটির সদস্য সোমনাথ ভট্টাচার্য, পার্টির জেলা কমিটির সদস্য সোমা দাস সহ নেতৃবৃন্দ। লেকটাউন থানার পুলিশ বিনা প্ররোচনায় ধাক্কাধাক্কি করেছে।
ধর্মঘট নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে হলেও সক্রিয়ভাবে তার বিপক্ষে নেমে পড়েছে মমতা ব্যানার্জির প্রশাসন। নবান্ন থেকে সার্কুলার জারি করে সরকারি কর্মীদের হুমকি দেওয়া হয়েছে। সেই সঙ্গে বুধবার সকাল থেকেই রাজ্যের সর্বত্র নেমে পড়েছে বিশাল পুলিশ বাহিনী।
Strike Saltlake
করুণাময়ীতে হামলা পুলিশের, পায়ের হাড় ভাঙল প্রবীণ মহিলা কর্মীর

×
Comments :0