বিক্ষোভ চলাকালীন ডিআই অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাতে থাকে চাকরিহারা শিক্ষকরা। পরে হুগলি জেলা শিক্ষা ভবনের মেইন গেটে তালা মারেন চাকরিহারারা। ডিআই অফিসের মেনগেটের বাইরে পুলিশ মোতায়েন করা হয়েছে।
উত্তর ২৪ পরগনার বারাসাতে এসএসসি ভবনের বাইরেও চলছে বিক্ষোভ। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন তারা। মালদহ, মেদিনীপুর, মুর্শিদাবাদেও বিক্ষোভ দেখাচ্ছেন চাকরিহারারা।
মেদিনীপুর শহর উত্তপ্ত। চাকরিহারা যোগ্য শিক্ষকদের বিক্ষোভ, কালেক্টরেট মোড় অবরোধ। তার আগে সকাল সাড়ে ন'টায় ডিআই দপ্তরে তালা লাগিয়ে বিক্ষোভ দেখান চাকরিহারারা। ডিআই অফিসের গেটে তীব্র উত্তেজনা তৈরি হয়। আন্দোলনকারীদের দাবি একটাই, আগে অযোগ্যদের সাসপেন্ড করতে হবে এবং তাদের স্কুলে ঢোকা নিষিদ্ধ করতে হবে। যোগ্যদের বহাল রাখার পদক্ষেপ সহ সার্ভিস ব্রেক করা চলবে না এই দাবিও তারা তোলেন।
কালেক্টরেট মোড়ে এসএসসিকে মৃত ঘোষণা করে তার কুশপুতুল পোড়ানো হয়।
Comments :0