Chinsura Hoogly

মেদিনীপুর, চুঁচুড়ায় বিক্ষোভ চাকরিহারাদের

রাজ্য জেলা

অনিশ্চিত শিক্ষকদের মিছিল অবরোধ, ঘেরাওকে কেন্দ্র করে উত্তাল চুঁচুড়া। বুধবার সকালে হুগলী স্টেশন চত্বরে জমায়েত হয়ে ডিআই অফিসের দিকে শুরু হয় অনিশ্চিত শিক্ষকদের মিছিল। ডিআই অফিসের রাস্তায় হুগলী মোড় অবরোধ করে বিক্ষোভ দেখান বিক্ষুব্ধ শিক্ষকরা। কিছুক্ষণ অবরোধ চলার পর মিছিল ডিআই অফিস অভিমুখ এগিয়ে যান তাঁরা। মিছিলে অংশগ্রহণ করেন শতাধিক মহিলা শিক্ষক সহ অন্যান্যরা।

বিক্ষোভ চলাকালীন ডিআই অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাতে থাকে চাকরিহারা শিক্ষকরা। পরে হুগলি জেলা শিক্ষা ভবনের মেইন গেটে তালা মারেন চাকরিহারারা। ডিআই অফিসের মেনগেটের বাইরে পুলিশ মোতায়েন করা হয়েছে।

উত্তর ২৪ পরগনার বারাসাতে এসএসসি ভবনের বাইরেও চলছে বিক্ষোভ। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন তারা। মালদহ, মেদিনীপুর, মুর্শিদাবাদেও বিক্ষোভ দেখাচ্ছেন চাকরিহারারা।

মেদিনীপুর শহর উত্তপ্ত। চাকরিহারা যোগ্য শিক্ষকদের বিক্ষোভ, কালেক্টরেট মোড় অবরোধ। তার আগে সকাল সাড়ে ন'টায় ডিআই দপ্তরে তালা লাগিয়ে বিক্ষোভ দেখান চাকরিহারারা। ডিআই অফিসের গেটে তীব্র উত্তেজনা তৈরি হয়। আন্দোলনকারীদের দাবি একটাই, আগে অযোগ্যদের সাসপেন্ড করতে হবে এবং তাদের স্কুলে ঢোকা নিষিদ্ধ করতে হবে। যোগ্যদের বহাল রাখার পদক্ষেপ সহ সার্ভিস ব্রেক করা চলবে না এই দাবিও তারা তোলেন।

কালেক্টরেট মোড়ে এসএসসিকে মৃত ঘোষণা করে তার কুশপুতুল পোড়ানো হয়।

Comments :0

Login to leave a comment