পহেলগাম হত্যাকাণ্ডে জড়িত সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বললেন বিরোধীরা। বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠকে সরকারকে সমর্থনের বার্তাও দিলেন।
সেই সঙ্গে বৈঠকে উঠল নিরাপত্তায় ঘাটতির প্রসঙ্গও। সূত্রের খবর, নিরাপত্তা ব্যবস্থায় গলদ এদিন স্বীকার করে নিতে হয়েছে কেন্দ্রকে।
এদিন জম্মু ও কাশ্মীরেও হয়েছে সর্বদলীয় বৈঠক। রাজ্যের দলগুলি অংশ নিয়েছে বৈঠকে।
কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু বৈঠকের পর বলেছেন, সব দলের নেতারা মন্ত্রীসভার সুরক্ষা বিষয়ক কমিটির সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন। সন্ত্রাসবাদ বরদাস্ত করা হবে না, সরকারের পক্ষে বলা হয়েছে। সরকারকে সমর্থন জানান বিভিন্ন দলের নেতারা।
সর্বদলীয় বৈঠকে যদিও অংশ নেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বিহারে মধুবনিতে অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছেন। ‘সর্বদলীয়’ বলা হলেও বাস্তবে কেন্দ্র সব দলকে না ডাকায় কিছু অংশের ক্ষোভও রয়েছে। বৈঠকে অংশ নিয়েছেন কেন্দ্রীয় স্ববরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজ্যসভার বিরোধী দলনেতা ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, লোকসভার বিরোধী দলনেতা কংগ্রেসের রাহুল গান্ধীও।
বুধবার কেন্দ্রীয় মন্ত্রীসভার সুরক্ষা বিষয়ক কমিটি সিদ্ধান্ত নেয় যে সিন্ধু জলচুক্তি স্থগিত রেখে পাকিস্তানকে জল বন্টন আপাতত বন্ধ রাখা হবে। ভিসা বাতিলের সিদ্ধান্তও নেওয়া হয়। এদিন পাকিস্তান জানিয়েছে সিন্ধুর জল বন্ধকে ‘যুদ্ধের শামিল’ মনে করা হবে।
পহেলগামের কাছে বৈসরন পর্যটকদের অত্যন্ত প্রিয়। রাস্তা দুর্গম। পর্যটকরা যাতায়াত করছেন প্রশাসনের না জানার কথা নয়। কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের এই এলাকায় সুরক্ষা বাহিনী মোতায়েন ছিল না কেন, সেই প্রশ্ন উঠেছে।
জানা গিয়েছে, অমিত শাহ বৈঠকে স্বীকার করেছেন যে নিরাপত্তা ব্যবস্থায় গলদ ছিল। সূত্রের উল্লেখ করে একাধিক সংবাদ প্রতিষ্ঠান জানাচ্ছে যে শাহ বৈঠকে বলেছেন, ‘‘কোনও ত্রুটি বা সমস্যা না থাকলে আমরা এই বৈঠকে বসলাম কেন? ত্রুটি কোথায় তা খুঁজে বের করতে হবে।’’
জানা গিয়েছে যে বিরোধী একাধিক দলের প্রতিনিধিরা জিজ্ঞেস করেছেন ওই এলাকায় সুরক্ষা বাহিনীর কোনও জওয়ান না থাকার কারণ কী? সিআরপিএফ জওয়ানরাই বা কোথায় ছিলেন। সেনা বা সুরক্ষা বাহিনী প্রায় এক ঘন্টা বাদে পৌঁছালো কেন, উঠেছে সে প্রশ্নও।
জানা গিয়েছে, সরকারি আধিকারিকরা যুক্তি দিয়েছেন যে খাড়া পাহাড়ি এলাকা বলে পৌঁছাতে দেরি হয়েছে।
Pahalgam All Party
পর্যটকরা যাচ্ছেন জেনেও বাহিনী ছিল না, প্রশ্ন সর্বদলীয় বৈঠকে, ত্রুটি স্বীকার শাহের

×
Comments :0