সম্ভবত পাখির ধাক্কায় বেসামাল হয়ে পড়েছিল আজারবাইজান এয়ারলাইন্সের বিমানটি। কাজাখস্তানের কাছে এই বিমান ভেঙে পড়েই মারা গিয়েছেন ৬২ জন।
আজারবাইজানের বাকু থেকে রাশিয়ার গ্রোজনির উদ্দেশ্যে রওনা হয়েছিল এই বিমান। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রাশিয়ার বিমান পপরিচালন নজরদারি সংক্রান্ত একটি সংস্থার বক্তব্য উল্লেখ করেছে। তাতে অনুমান, পাখির সঙ্গে ধাক্কা লেগে বেসামাল হয়ে পড়েছিল বিমানটি।
ওই বিশেষজ্ঞ সংস্থার অনুমান, ধাক্কা লাগার পরপরই সমস্যা সামলাতে বিমানের কমান্ডার বিকল্প কোনও জায়গায় বিমানটি নামাতে চেয়েছিলেন। আকাতাউয়ে নামানোর চেষ্টা করা হয়েছিল বিমানটিকে।
কাজাখস্তান জানিয়েছে ভেঙে পড়া বিমান থেকে ৩২ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা গিয়েছে। তার মধ্যে দুই শিশুও রয়েছে।
আজারবাইজান এয়ারলাইন্স জানিয়েছে আকতাউ থেকে ৩ কিলোমিটার দূরে নামার চেষ্টা করে। তবে বিমানটি কেন টালমাটাল অবস্থায় কাস্পিয়ান সাগর পার হলো তার ব্যাখ্যা এখনও নেই বলে মত পর্যবেক্ষকদের।
তবে বিমানটি ভেঙে পড়ার কিছু পরই দক্ষিণ রাশিয়ায় ড্রোন আক্রমণ হয়েছে। আকাশপথে নিয়ন্ত্রণের কারণে বিমানটিকে দ্রুত সরে যাওয়ার নির্দেশ হয়েছিল কিনা তা নিয়েও প্রশ্ন রয়েছে। কাজাখস্তান জানিয়েছে সরকার কমিশন গঠন করে বিষয়টির তদন্ত করবে।
Comments :0