Bharat nyay yatra

জানুয়ারি থেকে শুরু রাহুলের ‘ভারত ন্যায় যাত্রা’

জাতীয়

তার ভারত জোড়ো যাত্রা সাড়া ফেলেছিল দেশে। কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত হেঁটে ছিলেন রাহুল গান্ধী। সামনে লোকসভা নির্বাচন তার আগে ফের রাস্তায় নামতে চলেছেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি। আগামী ১৪ জানুয়ারি থেকে শুরু হচ্ছে রাহুল গান্ধীর ‘ভারত ন্যায় যাত্রা’। ইমফল থেকে শুরু করে তা শেষ হবে ২০ মার্চ মুম্বাইতে। 

মণিপুর, আসাম, পশ্চিমবঙ্গ, রাজস্থান, ছত্তিশগড়, রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশের মতো রাজ্য গুলোর ওপর দিয়ে যাবে এই যাত্রা। দীর্ঘ ৬,২০০ কিলোমিটার।

কংগ্রেস নেতা কেসি বেনুগোপালের কতায়, ‘গত ভারত জোড়ো যাত্রার অভিজ্ঞতাকে নিয়ে এই যাত্রা শুরু করবেন রাহুল গান্ধী। ১৪টি রাজ্যের যুব, মহিলা, পিছিয়ে পড়া অংশের মানুষদের সাথে কথা বলবেন তিনি।’ গত যাত্রায় গোটাটা পায়ে হেঁটে ছিলেন রাহুল। এবারও কি তাই হবে। বেনুগোপালের কথায় এবার বাস থাকবে। তাতেই বেশ কিছুটা পথ অতিক্রম করা হবে। মাঝে মধ্যে পায়ে হাঁটবেন নেতারা। ১৪ জানুয়ারি এই যাত্রার সূচনা করবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। 

ভারত জোড়ো যাত্রায় রাহুল ১৩০ দিনে পার করেছিলেন ৩,৯৭০ কিলোমিটার পথ। ২০২২ সালের ৭ সেপ্টেম্বর শুরু হয় তার ভারত জড়ো যাত্রা। শেষ হয় এবছর ৩০ জানুয়ারি। গোটাটা পায়ে হেঁটে ছিলেন কেরালার কংগ্রেস সাংসদ। রাজনৈতিক মহলের অনেকে মনে করেন রাহুলের সেই যাত্রার প্রভাব পড়েছিল কর্ণাটক এবং হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনে। কিন্তু এবার যেই রাজ্য গুলোর ওপর দিয়ে এই যাত্রা যাবে তার মধ্যে সদস্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে তিন রাজ্যে হেরেছে কংগ্রেস।

উল্লেখ্য কংগ্রেসের এই পদযাত্রায় ইন্ডিয়া মঞ্চের দল গুলোকে লোকসভা নির্বাচনের আগে দেখা যাবে কি না তা নিয়েও চর্চা শুরু হয়েছে। 

কংগ্রেসের বক্তব্য, বিজেপি আরএসএস সাম্প্রদায়িক রাজনীতির মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিভাজন তৈরি করার যেই চক্রান্ত করা হচ্ছে তার বিরুদ্ধে ছিল ভারত জোড়ো যাত্রা। দেশের সম্প্রীতি ঐক্য বজায় রাখার বার্তা দেওয়া হয়েছে তার মাধ্যমে। এবারের ভারত ন্যায় যাত্রার মূল স্লোগান ‘সবার জন্য ন্যায়’।

Comments :0

Login to leave a comment