গুজরাটে দলীয় কর্মীদের কর্তব্য পালন করার বার্তা দিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি একটি সভায় বলেছেন, ‘‘প্রায় ৩০ বছর কংগ্রেস গুজরাটে ক্ষমতায় নেই। কিন্তু যতবার এখানে এসেছি ততবার নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। কথা ক্ষমতায় আসা নয়। কথা হচ্ছে আমরা আমাদের কাজ ঠিক ভাবে করতে পারছি না।’’ লোকসভার বিরোধী দলনেতা বলেন, ‘‘যতদিন না আমরা নিজেদের কাজ সঠিক ভাবে করতে পারছি, ততদিন আমাদের ক্ষমতায় ফেরার কথা বলা উচিত নয়। আমি মনে করি যদি আমরা সঠিক ভাবে নিজেদের কাজ করতে পারি তবে মানুষ নিজে থেকেই আমাদের ক্ষমতায় আনবেন তখন তাদের বলতে হবে না। মানুষের সাথে যোগাযোগ বাড়াতে হবে।’’
মহাত্মা গান্ধীর সূত্রে ধরে তিনি বলেন, কংগ্রেস এবং দেশের স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা গান্ধী গুজরাটের মানুষ ছিলেন। তিনি বলেন সেই সময় কংগ্রেসের যারা শীর্ষ নেতৃত্ব ছিলেন তাদের অনেকে ছিলেন গুজরাট থেকে।
দলের ব্যর্থতার কথা কার্যত মেনে নিয়ে কংগ্রেস সাংসদ বলেন গুজরাটের মানুষ কংগ্রেসের থেকে যা চাইছেন তা তারা দিতে পারছেন না। গুজরাটের মানুষ সামনের দিকে এগিয়ে যেতে চায় কিন্তু কংগ্রেস তাদের সামনে সেই দিশা দেখাতে ব্যর্থ।
তিনি বলেন, ‘‘গুজরাটের ছোট ব্যবসায়ীরা রাজ্যের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। তারা আজ সমস্যায় আছেন। কৃষকরা আছেন সমস্যায়। তারা এই সবের সমাধান চাইছেন। কংগ্রেস তাদের সেই সমস্যার সমাধান করতে পারে। কিন্তু তার আগে নিজেদের শক্তিশালি করতে হবে।’’
তার কথায় বর্তমানে ওই রাজ্যের কংগ্রেস ভোট শতাংশ ৪০। আর পাঁচ শতাংশ বাড়াতে পারলে বিজেপিকে কঠিক পরীক্ষার মুখে ফেলা যাবে। তেলেঙ্গানার উদাহরণ টেনে তিনি বলেন, ‘‘তেলেঙ্গানায় আমরা ২২ শতাংশ ভোট বৃদ্ধি করতে পেরেছি। এখানেও তা করা সম্ভব।কিন্তু তার আগে দলের সাঙ্গঠনিক শক্তিবৃদ্ধি করতে হবে।’’
Rahul Gandhi Gujarat
গুজরাটের মানুষের সাথে দলীয় কর্মীদের যোগাযোগ বাড়ানোর পরামর্শ রাহুলের

×
Comments :0