পিছু ছাড়বে না বৃষ্টি সেই সঙ্গে শীতও। রাজ্যে ফের বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের একাধিক জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। ফের কমতে পারে তাপমাত্রা। রজ্যে আবারও জোরালো শীতের অনুভূতি মিলতে পারে রবিবার এমনই পূর্ভাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে একাধিক জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাসও। তবে আপাতত দিন কয়েক আবহাওয়ার এই পরিস্থিতিই বহাল থাকবে বলে হাওয়া অফিসের পূর্ভাভাস। রবিবার ও সোমবার তাপমাত্রা প্রায় ৪ ডিগ্রি পর্যন্ত কমতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তাপমাত্রা কমতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। হাওয়া অফিস জানাচ্ছে আগামীকাল সোমবার বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়। কলকাতা, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা সহ দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতে মঙ্গলবার থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কয়েক দিন শীতের অনুভূতি মিলবে কলকাতাতেও। সেই সঙ্গে কুয়াশার দাপট বজায় থাকবে। বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। আগামী মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিঙ ও কালিম্পঙে বৃষ্টি হতে পারে মঙ্গলবার পর্যন্ত। তবে বৃষ্টির সম্ভাবনা কম উত্তরবঙ্গের অনান্য জেলাগুলিতে। দার্জিলিং-কালিম্পং- এ শিলাবৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং এর উঁচু পার্বত্য এলাকায় আগামী ৪৮ থেকে ৭২ঘণ্টায় হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা।
আলিপুর আবহাওয়া দপ্তূর জানিয়েছে, রবিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৪
Weather
রাজ্যে ফের বৃষ্টির সম্ভাবনা
×
Comments :0