সমলিঙ্গে বিবাহ নিয়ে বক্তব্য চেয়ে কেন্দ্রকে নোটিস পাঠালো সুপ্রিম কোর্ট। ১৯৫৪ সালের বিশেষ বিবাহ আইনে সমলিঙ্গে বিবাহকে স্বীকৃতি দেওয়া প্রসঙ্গে কেন্দ্রের মতামত জানতে চায় আদালত। এই একই মামলায় অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কাটারামানিকেও নোটিস পাঠানো হয়।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং হিমা কোহলির বেঞ্চে এদিন সমকামী যুগলের আবেদনের ভিত্তিতে শুনানি হয়। আবেদনকারীর পক্ষের আইনজীবী মুকুল রোহাতগি বলেন, স্পেশাল ম্যারেজ অ্যাক্টে কিভাবে সমলিঙ্গে বিবাহকে স্বীকৃতি দেওয়া যায় তা নিয়ে আলোচনা হওয়া দরকার। তিনি আরও বলেন, সমলিঙ্গে বিবাহের কেবল আইনি স্বীকৃতি নয় সেই সঙ্গে মানসিক, শারীরিক ও উত্তরাধিকারকেও স্বীকৃতি দেওয়ার বিষয় রয়েছে।
প্রসঙ্গত, এই একই বিষয়ে দিল্লি আদালতে ৮টি মামলার শুনানি চলছে। শুধু বিশেষ বিবাহ আইন নয়, হিন্দু বিবাহ আইন, বিদেশি বিবাহ আইনেও সমলিঙ্গে বিবাহকে স্বীকৃতি দেওয়া সম্ভব কিভাবে তা নিয়ে শুনানি চলছে।
Comments :0