Goods Train

পণ্যবাহী মালগাড়ি থেকে বিচ্ছিন্ন হলো একাধিক কামরা

জাতীয়

কর্নাটকের রায়াদরুগের কাছে ৬০টি কামরাবিশিষ্ট একটি পণ্যবাহী মালগাড়ির বেশ কয়েকটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। রেলকর্মীদের সতর্কতায় বড় দুর্ঘটনা ঠেকানো গিয়েছে। অনন্তপুর জেলার জিন্দাল ইন্ডাস্ট্রিয়াল ইউনিট সংলগ্ন অঞ্চল থেকে মালগাড়িটি যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। জানা যাচ্ছে, মালগাড়িটি আকরিক লোহা নিয়ে যাচ্ছিল। 
রেল আধিকারিকদের বক্তব্য, মালগাড়ি থেকে ষষ্ঠ কামরাটি বিচ্ছিন্ন হয়ে যায়। তারপরেও মালগাড়িটি প্রায় দুই কিলোমিটার পথ যায়। তবে এই ঘটনা রেলকর্মীদের নজরে আসার সঙ্গে সঙ্গে গাড়িটিকে থামিয়ে দেওয়া হয়, ফলে বড় মাপের দুর্ঘটনা এড়ানো গিয়েছে।
প্রায় দুই ঘন্টা ধরে মেরামতির কাজ চলার পর ওই বিচ্ছিন্ন কামরাগুলিকে মালগাড়ির সঙ্গে পুনরায় যুক্ত করা হয়।
অন্যদিকে গত বুধবার বিকেলে কাকিনাড়া জেলার টুনি রেলওয়ে স্টেশনে আগুন লাগে। রেল জানিয়েছে রেলওয়ে স্টেশনের ছাদে কিছু বোর্ডে আগুন লাগে। তারপর আস্তে আস্তে চারিদিকে ছড়ায়। তবে কেউ হতাহত হননি।

Comments :0

Login to leave a comment