অনিন্দিতা দত্ত - শিলিগুড়ি
ছয় মাস আগে ২০২৪’র ৯ আগস্ট আরজি কর হাসপাতালে কর্মরত অবস্থায় ধর্ষণ করে খুন করা হয় মহিলা পিজিটি চিকিৎসককে। আজ অর্থাৎ ২০২৫’র ৯ ফেব্রুয়ারি নিহত ছাত্রী অভয়ার জন্মদিন। এই জন্মদিনের দিন দুপুরে চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও খুনে ন্যায়বিচারের দাবি উঠল রাজ্যের বিভিন্ন প্রান্তে। এদিন শিলিঘুড়ির হিলকার্ট রোডে অনিল বিশ্বাস ভবনের সামনে থেকে ছাত্র যুব মহিলা ও বস্তি সংগঠনের যৌথ উদ্যোগে এই বিক্ষোভ মিছিল হয়। মিছিলে ছিলেন বিশিষ্ট চিকিৎসক ড. সুবর্ণ গোস্বামী। মিছিল হিলকার্ট রোড ধরে এগিয়ে গিয়ে হাশমি চক, হাসপাতাল মোড় পার করে শিলিগুড়ি মুখ্য ডাকঘরের সামনে গান্ধী মূর্তির পাদদেশে শেষ হয়।
সেখানে বিক্ষোভ সভায় বিশিষ্ট চিকিৎসক ড. সুবর্ণ গোস্বামী বলেন, আজকের দিনে আরজি কর কাণ্ডের দীর্ঘ ৬ মাস অতিক্রান্ত হল। ঘটনাক্রমে ৯ ফেব্রুয়ারি অভয়ার জন্মদিন। অকালেই কর্মরত অবস্থায় নৃশংস ভাবে হত্যা করা হয়েছে তরুণী চিকিৎসককে আর জি কর মেডিকেল কলেজে। তরুণী চিকিৎসকের ধর্ষণ ও পাশবিক শারীরিক নির্যাতনের পর তাঁকে খুন করার ঘটনায় দোষীরা আজও অধরা। আরজিকর কাণ্ডে একজনকে শাস্তি দেওয়া হয়েছে ঠিকই কিন্তু মানুষ মনে করছেন একা একজনের পক্ষে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটানো কোনভাবেই সম্ভব নয়। এটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। এই ঘটনার সাথে একাধিক দোষীরা জড়িত রয়েছে। আসল অপরাধীদের চিহ্নিত করে যতক্ষণ পর্যন্ত না দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। পশ্চিমবাংলায় এই আন্দোলন চলছে। সারা রাজ্যের বাইরে গোটা দেশে ও আন্দোলন ছড়িয়ে পড়েছে। সুবিচার ছিনিয়ে নানা পর্যন্ত আমাদের রাস্তার লড়াই চলবে। পাশাপাশি আইনের প্রাঙ্গনে হাইকোর্ট সুপ্রিম কোর্টে আইনের লড়াই চলবে।
তিনি আরও বলেন, রাজ্য সরকার ও দলদাস রাজ্য পুলিশ প্রশাসন আসল অপরাধীদের আড়াল করার চেষ্টা করছে। ধর্ষণ দুর্নীতি তোলাবাজির অভিযোগে অভিযুক্তদের না ধরে দুর্নীতির বিরুদ্ধে যারা আন্দোলন করছে, প্রশ্ন তুলছে তাদেরকে নানাভাবে মিথ্যে অভিযোগে হয়রানি করার চেষ্টা করছে। প্রতিবাদী চিকিৎসকদের ওপরে রাষ্ট্রীয় নীতি নামিয়ে আনা হচ্ছে। সরকারের এই সমস্ত অন্যায় কাজের বিরুদ্ধে প্রতিনিয়ত প্রতিবাদী মানুষের চোয়াল শক্ত হচ্ছে। প্রতিবাদের তেজ আরো বাড়ছে।
এছাড়াও বক্তব্য রাখেন ড. অরুনিমা ঘোষ। এদিনের কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে ছিলেন যুব নেতা সাগর শর্মা, নান্টু কুন্ডু, অভিজিৎ চন্দ, মহিলা নেত্রী রত্না চৌবে, মনি থাপা, স্নিগ্ধা হাজরা, তানিয়া দে, ছাত্রনেতা অঙ্কিত দে, বস্তি সংগঠনের পক্ষে কাজল পাল সহ অন্যান্য ছাত্র যুব মহিলা নেতৃবৃন্দ।
ন্যায়বিচারের দাবিতে এদিন ডাবগ্রামে হায়দারপাড়া এলাকায় সিআইটিইউ, সারাভারত গণতান্ত্রিক মহিলা সমিতি, ডিওয়াইএফআই, এসএফআই, বস্তি উন্নয়ন সমিতি’র উদ্যোগে প্রতিবাদ মিছিল হয়।
মিছিলে ছিলেন সিপিআই(এম) নেতা রামসকল সাহানি, দিলিপ আচার্য, বিপ্লব দত্ত, প্রিয়া দে, এষা দাস সহ অন্যান্য নেতৃত্ব।
Comments :0