বইকথা
চলুন মিশর ঘুরে আসি
প্রদোষকুমার বাগচী
মিশর বা ঈজিপ্টের কথায় আমাদের মনে প্রাচীন পাঠাগার পিরামিড আর মমির কথা আসে। কিন্তু কে গড়েছিল পিরামিড? কিভাবে সংরক্ষণ করে রাখা হতো মৃতদেহগুলি। তুতেনখামেনই বা কে? এই সব প্রশ্নের খুব আকর্ষণীয় ঢঙে নির্ভরযোগ্য জবাব রয়েছে এই বইটিতে। ‘আরবী ‘মিশ আর’ অর্থাৎ ‘ভিন্ন দেশ’ থেকে এই মিশর নামের জন্ম। এই শতাব্দীর মাঝামাঝি আরবের অধীনে যাওয়ার পরে এই ভূখণ্ডের নাম হয় মিশর।’ মিশরে যান বা না যান, বইটি পড়তে পড়তে আপনি চলে যেতে পারবেন মমির দেশে। সে তুতেনখামের অভিশপ্ত মমিই হোক বা অন্য ফারাওদের মমি— এসব নিয়ে কৌতূহল মেটাতে দেখতে হবে বইটি। বইটি হাতে নিয়ে দেখলে যে কোনও ভ্রমণপিপাসু ও আগ্রহী মানুষ ঈজিপ্ট না ঘুরেও পেয়ে যাবেন ঈজিপ্ট ভ্রমণের স্বাদ।
তুতেনখামেনের দেশে
পথিক পাঠক। মিত্র ও ঘোষ। ১০ শ্যামাচরণ দে স্ট্রিট, কলকাতা—৭০০০৭৩। ২৫০ টাকা।
Comments :0