কবিতা
মুক্তধারা
দ্রোহের আগুন
শ্যামাপ্রসাদ ঘোষ
২৩ জুলাই ২০২৫ / বর্ষ ৩
বুকের ভিতর ইস্পাত নিয়ে
কাঁদায় যে অবিরাম,
নদিয়া জেলার এক দেবশিশু
তামান্না তার নাম।
সে নাম এখন আমাদের বুকে
জাগ্রত এক দ্রোহ ,
তার আগুনেই পোড়াব তাদের
যাদের অর্থে মোহ।
রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি নিয়ে
পচা গলা সিস্টেমে,
যারা চলেছিস জেনে রেখে দিস
একদিন যাবে থেমে।
এক তামান্না প্রাণ দিয়ে তার
জ্বেলে দিয়ে গেছে আগুন,
জ্বেলে দিয়ে বলে গিয়েছে, বাঙালি
দ্রোহের আগুনে জাগুন।
Comments :0