ফের একবার প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলায় ইডি’র নোটিশ পেলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি তাঁকে ফের তলব করেছে। আগামী ৩১ জুলাই তাঁকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। এর আগেও একাধিকবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলবের মুখে পড়েছিলেন বোলপুরের বাসিন্দা তথা রাজ্যের ক্ষুদ্র এবং কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহা। কিছুদিন আগেও তাঁকে তলব করা হয়েছিল। যদিও সেই তলব এড়িয়েছিলেন তিনি। প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তে গত বছর বোলপুরের নীচুপট্টিতে তাঁর বাড়িতেও হানা দিয়ে ৪২লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছিল ইডি। প্রায় চোদ্দ ঘন্টা ধরে তাঁর বাড়িতে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সেই টাকার উৎস কি তার সঙ্গত উত্তর মন্ত্রী সেসময় দিতে পারেন নি বলেই জানা যায়। টাকা বাজেয়াপ্ত করে ইডি। এছাড়ও একাধিক বিপুল আর্থিক লেনদেনের আরও নানা নথি ইডি সংগ্রহ করেছিল।
ইডি সংস্থা সূত্রে জানা গেছে, প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে এর আগে ধৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের কাছে পাওয়া রেজিস্ট্রারে একশো জনের অধিক নাম রয়েছে। তারমধ্যেই রয়েছে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নাম। সেখানে মোট ১০০ জন চাকরিপ্রার্থীর নামের তালিকা পাওয়া যায়। চন্দ্রনাথের মাধ্যমেই ওই ১০০ জন চাকরিপ্রার্থী কুন্তল ঘোষের সঙ্গে যোগাযোগ করেছিলেন বলে মনে করছেন ইডি আধিকারিকেরা। টাকার বিনিময়ে অযোগ্যদের চাকরি পাইয়ে দেওয়ার নিয়োগ দুর্নীতিতে এই মন্ত্রীর সুপারিশের নথি মিলেছে বলে দাবি ইডি’র। নগদ টাকা ছাড়াও মন্ত্রীর ফোন এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিও বাজেয়াপ্ত করা হয়েছে। সেই মোবাইলের লক খোলার জন্য তলবও করা হয় রাজ্যের ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে। জানা গেছে, নিয়োগ দুর্নীতিতে ‘মিডলম্যান’র কাজ করা প্রসন্ন রায়কে জেরা করেও উঠে এসেছে মন্ত্রীর নাম।
Chandranath Sinha
নিয়োগ দুর্নীতির মামলায় মন্ত্রীকে ইডি’র তলব

×
Comments :0