POETRY / DEBASHIS ACHARJA / TAMANNA FUL PAKHI / MUKTADHARA / 30 JULY 2025 / 3rd YEAR

কবিতা / দেবাশিস আচার্য / তামান্না পাখি ফুল / মুক্তধারা / ৩০ জুলাই ২০২৫ / বর্ষ ৩

সাহিত্যের পাতা

POETRY  DEBASHIS ACHARJA  TAMANNA FUL PAKHI  MUKTADHARA  30 JULY 2025  3rd YEAR

কবিতা  

মুক্তধারা  

তামান্না পাখি ফুল
 

দেবাশিস আচার্য

নতুন বন্ধু

৩০ জুলাই ২০২৫ / বর্ষ ৩ 

 

তোমারা যাকে লাশ বলছো?
লাশ বলা যায় কি তাকে!
লাশ কোথায়?গুলবাগিচার ফুল
ভোরের আলো ফোটার আগেই
ঝরে গেল বিলকুল।
লাশ কোথায়? এতো তাজা ফুল।
মা পাখিটার কোলের বুলবুল।

গুলবাগিচায় বোমার ঘায়ে
রক্ত মাখা না ফোটা একফুল।
মারলো কারা? দস্যু তৃনমূল 
গুলবাগিচার পাখি তামান্না বুলবুল।

Comments :0

Login to leave a comment