EASTBENGAL

হামিদকে নিয়ে স্বপ্ন দেখছে লাল হলুদ জনতা

খেলা

গত ২৯জুলাই শহরে পা রেখেছেন সদ্য ইস্টবেঙ্গলে যোগ দেওয়া মরোক্কান জাতীয় দলের স্ট্রাইকার হামিদ আহদাদ। মরোক্কোর আগাদিরে জন্ম বছর ৩০-র এই স্ট্রাইকারের। ইস্টবেঙ্গলে যোগ দেওয়ার আগে তিনি খেলতেন মরোক্কান ক্লাব ওয়াইদাদ এসসি তে। যারা এই বছর ক্লাব বিশ্বকাপ খেলেছে। সেই ক্লাবের হয়ে ৩২ম্যাচ ১৬টি গোলও রয়েছে তার। ২০১৯সালে জাতীয় দলের হয়ে ২০২০ আফ্রিকান নেশন্স চ্যাম্পিয়নশিপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে খেলেছিলেন আলজিরিয়ার বিরুদ্ধে। দলে যোগ দিয়েই এই বিষয়ে প্রতিক্রিয়া দিয়ে হামিদ জানিয়েছেন ' আমি এই ক্লাবের ব্যাপারে অনেক ভালো কথা শুনেছি। এই ক্লাবে যোগ দেওয়া আমার কাছে অনেক গর্বের ও সম্মানের। এর আগে আমি মিশরের জামালেক এসসিতে খেলেছি। তাই আমি জানি ডার্বির মাহাত্ম '। মিশরের এই ক্লাব ' কাইরো ডার্বি' তে মুখোমুখি হয় আল আহলির। মূলত সেন্টার ফরোয়ার্ড হলেও প্রয়োজনে খেলতে পারেন উইংয়েও। একেবারে নতুন ভূমিকায় ইস্টবেঙ্গলে রয়েছেন থানবয় সিংটো। ফুটবল ডিপার্টমেন্টের শীর্ষকর্তা থানবয় জানিয়েছেন ' হামিদ আমাদের দলে যোগ দেওয়ায় অনেকটাই শক্তি বৃদ্ধি হবে দলের । ওর অভিজ্ঞতা আমাদের যথেষ্টই সাহায্য করবে '। হামিদ অনুশীলনেও নেমে গিয়েছেন প্রথম দিন এসেই। বেশ কয়েক বছর ধরে ভারতের শীর্ষস্থানীয় ফুটবলে ইস্টবেঙ্গলের পারফরম্যান্স খুবই নিম্নমানের। তাই এই মরশুমে নতুন কিছু করে দেখানোর লক্ষ্য নিয়েই একেবারে খোলনলচে বদলেই মাঠে নামতে চাইছে ইস্টবেঙ্গল।  

Comments :0

Login to leave a comment