Manipur

মণিপুরেও হতে পারে ভোটার তালিকার বিশেষ সার্বিক সংশোধন

জাতীয়

বিহারের পর মণিপুরে ভোটার তালিকার বিশেষ সার্বিক সংশোধন বা এসআইআর শুরু করতে চলেছে নির্বাচন কমিশন। সূত্রের খবর ইতিমধ্যে সেই তারা শুরুও করে দিয়েছে। ইতিমধ্যে বিহারে ভোটার তালিকার বিশেষ সার্বিক সংশোধনকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক। বিরোধীদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে মুসলিম এবং সমাজের পিছিয়ে থাকা অংশের মানুষদের চিহ্নিত করে তাদের নাম বাদ দেওয়া হচ্ছে। গরীব মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে। এই বিষয় সুপ্রিম কোর্টে মামলাও চলছে। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে ভোটার কার্ড, আধার এবং রেশন কার্ড ভোটার তালিকায় নাম যাচাই বা পুনঃযাচাই করার তালিকায় যুক্ত করার জন্য। এর আগে কমিশনের পক্ষ থেকে যেই ১১টি নথির কথা বলা হয়েছিল তাতে এই তিনটি নথি ছিল না।
উল্লেখ্য মণিপুর জাতি হিংসাকে কেন্দ্র করে লাগাতার উত্তপ্ত হয়ে উঠেছে। বর্তমানে সেখানে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে। চলতি বাদল অধিবেশনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটি বিধিবদ্ধ প্রস্তাব পাশ করেছেন যেখানে উল্লেখ করা হয়েছে যে, ২০২৬ এর ফেব্রুয়ারি মাস পর্যন্ত সেখানে রাষ্ট্রপতি শাসন জারি রাখার। 
সূত্রের খবর আগামী বছর ১ জানুয়ারির মধ্যে ভোটার তালিকার বিশেষ সার্বিক সংশোধনের কাজ মণিপুরে শেষ করতে চাইছে কমিশন। অন্যদিকে ত্রিপুরায় বিজেপির জোট সঙ্গী তিপরামথা সেই রাজ্যের এসআইআরের দাবি জানিয়ে সরব হয়েছে।

Comments :0

Login to leave a comment