SFI friendship rally

‘বন্ধুত্বের মিছিল’ এসএফআই’র

রাজ্য কলকাতা

ছবি অচ্যুৎ রায়

কারও গায়ে ব্রাজিলের জার্সি, কারও আর্জেন্টিনার। কেউ পরেছেন স্পেনের জার্সি। সম্প্রীতি, সৌভ্রাতৃত্বের বার্তায় শুক্রবার কলকাতায় এভাবেই পথে চলল ‘বন্ধুত্বের মিছিল’। আয়েজন এসএফআই, পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি। এসএফআই নেতৃবৃন্দ জানিয়েছেন সংগঠনের সর্বভারতীয় ১৭দশ সম্মেলন উপলক্ষে এবং বিশ্বকাপ ফুটবল উদ্‌যাপনে এই মিছিল। মিছিল বার্তা দিয়েছে হিংসার বিপক্ষে।   

এদিন ধর্মতলা মেট্রো চ্যানেল থেকে মৌলালী রামলীলা ময়দান পর্যন্ত এই মিছিল হয়েছে। 

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন