Shoot Out in Malda

ফের শুটআউট, মালদহে গুলিবিদ্ধ এক

রাজ্য জেলা

ফের গুলি চলল গুলি। গুলিবিদ্ধ হয়েছেন এক ব্যক্তি। গুলিবিদ্ধ ব্যক্তির নাম বিপ্লব ঘোষ। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের সদরঘাট পুড়াটুলি এলাকায়। রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক সাবিত্রী মিত্রের বাড়ির অদূরে। পরপর দুই রাউন্ড গুলি চলে বলে অভিযোগ। পুলিশ ইতিমধ্যেই চারজনকে আটক করেছে বলে জানা গিয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে ওইদিন রাতে বিপ্লব ঘোষ বাড়ি থেকে বেরিয়ে বাজার করতে যাচ্ছিলেন। সেই সময় তিনি দেখতে পান একদল যুবক ঝামেলা করছে। কী নিয়ে ঝামেলা চলছে তা জিজ্ঞাসা করতে পকেট থেকে বন্দুক বের করে পরপর দুই রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ। বিল্পব ঘোষের বাম হাতে গুলি লাগে। তবে মূল অভিযুক্ত উত্তম মণ্ডল এই ঘটনার পর থেকেই পলাতক। চারজনকে আটক করে করে থানায় নিয়ে গিয়েছে পুলিশ। এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ। স্থানীয়দের অভিযোগ, এলাকায় বহিরাগতদের আনাগোনা বাড়ছে। সেই সঙ্গে রাত হলেই বসছে নেশার আসর। তাঁরা আতঙ্কিত। 

কিছুদিন আগেই মালদাতেই গুলিবিদ্ধ হয়ে খুন হয়েছিলেন তৃণমূলের নেতা দুলাল সরকার। সেই ঘটনার পর দুই সপ্তাহ পরে ফের শুটআউটের ঘটনা ঘটে মালদাতে। তারপর শনিবার রাতে ফের শুটআউটের ঘটনায় স্বাভাবিকভাবেই পুলিশ প্রশাসনের উপর প্রশ্ন উঠছে।

Comments :0

Login to leave a comment