SONIA GANDHI

ওয়াকফ বিল সংবিধানের ওপর আক্রমণ : সোনিয়া

জাতীয়

সদস্য পাশ হওয়া ওয়াকফ বিল সংবিধানের ওপর সরাসরি আক্রমণ। কংগ্রেসের সংসদীয় বৈঠকে বৃহস্পতিবার একথা বলেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। তিনি বলেন, ওয়াকফ বিলের মাধ্যমে বিজেপি এবং আরএসএস তাদের বিভাজনের রাজনীতি সামজে আরও স্পষ্ট করলো। তিনি বলেন আলোচনায় থাকায় এক দেশ এক ভোট বিল যদি পাশ হয় তবে তাও সংবিধানের ওপর আঘাত আনবে। কংগ্রেসের রাজ্যসভার সাংসদ জানিয়েছেন এক দেশ এক ভোটের বিরোধীতা কংগ্রেস করবে। 
সোনিয়া গান্ধী বলেন, ‘‘শিক্ষা, নাগরিক অধিকার ও স্বাধীনতা, আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামো বা নির্বাচন পরিচালনা যাই হোক না কেন, মোদী সরকার দেশকে এমন এক অতল গহ্বরে টেনে নিয়ে যাচ্ছে যেখানে আমাদের সংবিধান কাগজে কলমেই থেকে যাবে এবং আমরা জানি তাদের উদ্দেশ্য তাও ভেঙে ফেলা।’’

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী সহ সকল দলের সাংসদ সভায় উপস্থিত ছিলেন।
এদিন কংগ্রেস সাংসদ অভিযোগ করেন নাম পরিবর্তন করে ইউপিএ সরকারের আমলের বিভিন্ন প্রকল্প নিজেদের বলে চালাচ্ছে এনডিএ সরকার। 
এদিন সোনিয়া গান্ধীর বক্তব্যে উঠে এসেছে লোকসভায় বিরোধী দলনেতাকে বলতে না দেওয়া প্রসঙ্গ। সোনিয়া গান্ধী বলেন, লোকসভায় বিরোধী দলনেতা বলতে দেওয়া হয় না। কংগ্রেস সাংসদরা বক্তব্য রাখতে গেলে সরকার পক্ষের সাংসদের পক্ষ থেকে বাধা দেওয়া হয়। 
কংগ্রেস সাংসদদের উদ্দেশ্য সোনিয়া গান্ধী পরামর্শ দেন বিজেপি শাসিত রাজ্য সরকার গুলোর ব্যার্থতা এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সংসদের অভ্যন্তরে আগ্রাসী হতে। তিনি বলেন, বিজেপি সাংসদরা বিভিন্ন ভাবে কংগ্রেস শাসিত রাজ্য গুলোর বিরুদ্ধে সরব হন। কংগ্রেস সাংসদদেরও একই ভাবে বিজেপি শাসিত রাজ্য সরকার গুলোর ব্যার্থতার বিরুদ্ধে সরব হতে হবে।

Comments :0

Login to leave a comment