Sukanya Mondal

ইডি দপ্তরে ফের হাজিরা সুকন্যা মণ্ডলের

রাজ্য

বুধবারের পর বৃহস্পতিবার। ফের ইডি'র মুখোমুখি অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল। এর পূর্বে গরু পাচার মামলায় বুধবার দিল্লিতে ইডি দপ্তরে হাজিরা দেন অনুব্রত কন্যা। গরু পাচার মামলার তদন্তে নেমে সুকন্যার নামে একাধিক সম্পত্তির হদিশ পেয়েছেন তদন্তকারি আধিকারিকরা। সেই সূত্র ধরেই তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে গোয়েন্দা সংস্থা সূত্রে খবর। বুধবার এই একই মামলায় গ্রেপ্তার হওয়া অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনের মুখোমুখি বসিয়ে জেরা করা হয় সুকন্যা মণ্ডল কে। এদিনও অনুব্রত কন্যা কে সায়গলের মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে বলে জানা যাচ্ছে।

এই একই মামলায় কলকাতার নিজাম প্যালেসে সিবিআই এর জেরার মুখোমুখি হয়েছেন অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতা কেরিম খান এবং ব্যাবসায়ী রাজীব ভট্টাচার্য। রাজীব ভট্টাচার্য বিগত কয়েক বছরে একের পর এক চাল কল কিনেছে। কোথা থেকে তিনি এতো টাকা পেলেন এর পিছনে গরু পাচারের টাকা রয়েছে কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারি আধিকারিকরা। 

Comments :0

Login to leave a comment