Supreme Court

স্বাধীন ভাবে মত প্রকাশ নাগরিকের অধিকার : সুপ্রিম কোর্ট

জাতীয়

মত প্রকাশের স্বাধীনতা সমাজের অবিচ্ছেদ্য  অংশ। গুজরাটের কংগ্রেস সাংসদ ইমরান প্রতাপগঢ়হির বিরুদ্ধে হওয়া একটি মামলার শুনানিতে শুক্রবার একথা বললো সুপ্রিম কোর্ট। সমাজমাধ্যমে একটি কবিতা পোস্ট করাকে কেন্দ্র মামলা হয় কংগ্রেস সাংসদের বিরুদ্ধে।

শুনানিতে সুপ্রিম কোর্ট জানায়, স্বাধীন ভাবে মত প্রকাশ করা একটি সুস্থ সমাজের অন্যতম বৈশিষ্ট্য। স্বাধীন ভাবে মত প্রকাশ যদি কোন নাগরিক না করতে পারেন তাহলে তা সংবিধানের ২১ নম্বর ধারাকে অমান্য করা হবে। সাহিত্য, কবিতা, নাটকের মাধ্যমে একজন ব্যাক্তির জীবন বিভিন্ন ভাবে অনুপ্রাণিত হয়। 

সুপ্রিম কোর্ট আরও বলে যে, স্বাধীনতার ৭৫ বছর পর এই প্রথম লক্ষ্য করা যাচ্ছে নাগরিকের মৌলিক অধিকার নিয়ে বার বার প্রশ্ন উঠছে। এমন একটা ধারণা তৈরি করা হচ্ছে যে কোন গান, কবিতা, নাটক, কৌতুকের মাধ্যমে মানুষের মধ্যে ঘৃণা বা রাগ তৈরি হতে পারে।

উল্লেখ্য গত সোমবার মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে নিয়ে কৌতুক করায় রোষের মুখে পড়তে হয়েছে কৌতুক অভিনেতা কুণাল কামরাকে। মামলা হয়েছে তাঁর বিরুদ্ধে। শোয়ের পর হামলা হয়েছে স্টুডিওতে। যারা হামলা করলো তাদের গ্রেপ্তার করার পর ছেড়েও দেওয়া হয়েছে। কিন্তু একজন শিল্পী নিজের মত প্রকাশ করে শাসকের রোষের মুখে পড়েছেন। 

Comments :0

Login to leave a comment