FIDE WORLD CUP 2025

দাবা বিশ্বকাপ আয়োজন করবে ভারত

খেলা

২০২৫-র চেস বিশ্বকাপ আয়োজন করতে চলেছে ভারত। আগামী ৩০অক্টোবর থেকে শুরু হতে চলেছে চেস বিশ্বকাপ। আন্তর্জাতিক চেস ফেডারেশন বা ইন্টারন্যাশনাল চেস ফেডারেশন ( FIDE ) সোমবার ঘোষনা করেসে যে আগামী বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতেই। মোট ২০৬জন খেলোয়াড় অংশগ্রহণ করতে চলেছে এই প্রতিযোগিতায়।  ২০০২ সালে শেষবার এই প্রতিযোগিতা আয়োজন করেছিল ভারত। সেবার শিরোপা জিতেছিলেন বিশ্বনাথন আনন্দ। পুরো প্রতিযোগিতা হবে নকআউট ভিক্তিতে। এই প্রতিযোগিতার প্রথম পাঁচজন খেলোয়াড় সরাসরি সুযোগ পাবে আগামী বছর ২০২৬-র FIDE ক্যান্ডিডেটস হিসেবে। যা সেইবছরের বিশ্ব চেস চ্যালেঞ্জারের নির্ধারণ করবে। গত ২০২৩ -র চেস বিশ্বকাপে রানার্স হয়েছিলেন ভারতের গুকেশ এবং প্রজ্ঞানন্দ। তারা ছাড়াও বর্তমানে বিশ্বে পঞ্চম র্যাংকিং অর্জুন এরিগায়েসির দিকেও নজর থাকবে এই প্রতিযোগিতায়। এই প্রতিযোগিতায় থাকতে চলেছেন বিশ্বের একনম্বর ম্যাগনাস কার্লসেনও। ২০২২ -র চেস অলিম্পিয়াড ,২০২৪-র অনূর্ধ ২০ বিশ্ব চ্যাম্পিয়নশিপের দাবায় আবারো এক বড় ইভেন্ট আয়োজন করতে চলেছে ভারত।   

Comments :0

Login to leave a comment