সিউড়ি কো-অপারেটিভ বাঙ্কে তল্লাশি চালালো সিবিআই। তদন্তে সহযোগিতা না করলে ব্যাঙ্কে লেনদেন বন্ধ করা হবে বলে কর্তৃপক্ষকে সতর্কও করল সিবিআই। তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে পাচার তদন্তের সূত্রে ব্যাঙ্কের নথি ঘেঁটে দেখলেন সিবিআই’র আধিকারিকরা।
কেন্দ্রীয় তদন্ত সংস্থার অভিযোগ, এই ব্যাঙ্কে একগুচ্ছ বেনামি অ্যাকাউন্ট রয়েছে। সংখ্যায় অন্তত ৫০টি। বেনামি অ্যাকাউন্টে লেনদেনের সঙ্গে পাচারের বেহিসেবি টাকা সাদা করা হয়েছে। তার সঙ্গে যোগ রয়েছে অনুব্রত মণ্ডলের। এই অ্যাকাউন্টগুলির মাধ্যমে কয়েক কোটি টাকা সাদা করা হয়েছে বলে জানতে পেরেছে সিবিআই।
সিবিআই সূত্রের দাবি অনুযায়ী বেনামি অ্যাকাউন্টে অন্তত ১০ কোটি টাকা ছিল। সূত্র মারফত জানা গিয়েছে যে এই অ্যাকাউন্টগুলির সঙ্গে রাজ্য খাদ্য দপ্তরের যোগসূত্র রয়েছে। গরু পাচারের কালো টাকা সাদা করার জন্য খাদ্য দপ্তরকেও ব্যবহার করা হয়েছে। গরিব মানুষের কাছ থেকে অল্প দামে নগদে ধান কিনে, চালকলগুলিতে চাল করে রাজ্য খাদ্য দপ্তরের কাছে বিক্রি করা হয়েছে।
Comments :0