STALIN

তিন ভাষা নীতি মানা হবে না : স্টালিন

জাতীয়

তামিলনাড়ু সরকার কোন ভাবে জাতীয় শিক্ষানীতির তিন ভাষা নীতি মেনে নেবে না। শনিবার ফের জানিয়ে দিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিন। এর পাশাপাশি এনডিএ শরিকদের আসন পুনর্বিন্যাসের দাবিকেও আক্রমণ করেছেন।

শুক্রবার একটি জনসভা থেকে তিনি বলেন, কেন্দ্রীয় সরকার আমাদের ওপর তিন ভাষা নীতি চাপিয়ে দিতে চাইছিল। তামিলনাড়ু তা মানেনি তাই কেন্দ্রীয় সরকার বিভিন্ন খাতের টাকা আটকে দিয়েছে। স্টালিনের অভিযোগ জাতীয় শিক্ষা নীতির তিন ভাষা নীতি দেখিয়ে তাদের ওপর হিন্দি ভাষা চাপিয়ে দিচ্ছে।

স্টালিন বলেন, ‘‘আমাদের ওপর হিন্দি ভাষা চাপিয়ে দেবেন না। আমরা আমাদের মাতৃ ভাষা তামিল এবং ইংলিশে স্বচ্ছন্দ। প্রয়োজন হলে আমরা শুধু হিন্দি নয় অন্য ভাষাও শিখে নেবো বর্তমান প্রযুক্তির সাহায্যে।’’

কয়েকদিন আগে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী দাবি করেন আসন পুনর্বিন্যাসের মাধ্যে দক্ষিণের এই রাজ্যের লোকসভার আসন কমানোর পরিকল্পনা করছে বিজেপি। উল্লেখ্য দশ বছর হয়ে গেলেও জন গণনা হয়নি। যার জেরে আসন পুনর্বিন্যাস শুধু নয়, বহু সরকারি প্রকল্পের হাত থেকে বহু মানুষ বঞ্চিত হচ্ছেন। 

শুক্রবার স্টালিন অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার তামিলনাড়ুর লোকসভার আসন কমানোর পরিকল্পনা করছে। একটি রাজ্য পরিবার পরিকল্পনার দিক থেকে এগিয়ে রয়েছে, তার জন্য তার আসন কমিয়ে দিয়ে সমস্যা তৈরি করা হবে? 

বিরোধীদের আক্রমণ করে তিনি বলেন ২০২১ এর বিধানসভা নির্বাচনে যদি বিজেপি জোট রাজ্য ক্ষমতায় আসতো তাহলে রাজ্য পিছিয়ে পড়তো। 

তিন ভাষা নীতি সংক্রান্ত বিষয় নিয়ে স্টালিন সর্বদলীয় বৈঠক ডেকেছেন। সূত্রের খবর সেএই বৈঠকে অনুপস্থিত থাকতে পারে বিজেপি। 

Comments :0

Login to leave a comment