এক ধাক্কায় প্রায় ২ ডিগ্রি বাড়লো কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। মঙ্গলবার শহরের তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে বেশি। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল যে পৌষ মাসের শেষ দিন অর্থাৎ সংক্রান্তির দিন রাজ্যের ধাক্কা খাবে উত্তরের হাওয়া। নতুন করে উত্তর পশ্চিম ভারতে পশ্চিমি ঝঞ্ঝা তৈরি হওয়ায় এই পরিস্থিতি।
সূত্রের খবর চলতি সপ্তাহের শেষের দিকে ফের ঠান্ডার আমেজ পাওয়ার সম্ভাবনা আছে। আগামী পাঁচদিন তাপমাত্রার খোন হের ফের হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। এই সময় ঘন কুয়াশা থাকলেও বৃষ্টির কোন সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
Comments :0