Mamata Banarjee

ভুতুড়ে ভোটার বাছতে কমিটি করলেন মমতা

রাজ্য

নেতাজি ইন্ডোরের সভা থেকে সরব হলেন তৃণমূল নেত্রী। তিনি দাবি করলেন অন্য রাজ্যের ভোটারের নাম তোলা হয়েছে এরাজ্যের ভোটার তালিকায়। তিনি বলেন, ‘‘ভোটার লিস্ট ক্লিন করতে হবে। তা না হলে ইলেকশনের কোনও প্রয়োজন থাকবে না। ভয় পাবেন না। একটা এজেন্সিকে দিয়ে অনলাইনে এ সব করানো হয়েছে। আমি যত দূর জানতে পেরেছি, অ্যাসোসিয়েশন অফ ব্রিলিয়ান্ট মাইন্ডস, কোম্পানি ইন্ডিয়া ৩৬০ নামে দু’টি এজেন্সি আছে। তারা ডেটা অপারেটদের কাছে গিয়ে নিয়েছে। কিছু বিএলআরও-কে সঙ্গে নিয়ে অনলাইনে কারসাজি করেছে। বাংলার লোক যাতে ভোট দিতে না পারে, তাই একই এপিক কার্ডে বাইরের লোকের নাম তুলেছে।’’
উল্লেখ্য এরাজ্যে ভুয়ো ভোটারের চল শুরু করেছিল তৃণমূল। ২০১১ সালের পর রাজ্যের একাধিক নির্বাচনে ভুয়ো ভোটারের দাপট দেখা গিয়েছে। মৃত ভোটারের নামে ভোট পড়েছে। যার জেরে পঞ্চায়েত পৌরসভায় জয়ী হয়েছে তৃণমূল। ২০১৫ সালের কলকাতা পৌরসভা নির্বাচন হোক, ২০২৩ এর পঞ্চায়েত নির্বাচন প্রতিটা ক্ষেত্রে দেখা গিয়েছে বুথ দখল করে জয়ী হয়েছে তৃণমূল। আর প্রতিটা ক্ষেত্রে দেখা গিয়েছে মৃত ভোটারদের নামে ভোট পড়েছে। বামপন্থীরা বার বার নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়ে মৃত এবং ভুয়ো ভোটারদের তালিকা জমা দিয়ে নাম বাদ দেওয়ার কথা বললেও কমিশন তা করেনি। বহাল তবিয়াতে নাম রয়ে গিয়েছে মৃত এবং ভুয়ো ভোটারদের। আর এই ভোট গুলোকে কাজে লাগিয়েই গায়ের জোরে নির্বাচনে জয়ী হয় তৃণমূল। 
দিল্লি নির্বাচনের আগে ভোটার তালিকা নিয়ে প্রশ্ন তুলেছিল আপ। তারা দাবি করেছিলেন বিভিন্ন কেন্দ্রে ভুয়ো ভোটারদের নাম তালিকাভুক্ত করেছে বিজেপি। পরবর্তী সময় দেখা গিয়েছে মহারাষ্ট্রের ক্ষেত্রে একই অভিযোগ করেছে রাহুল গান্ধী। 
মমতা ব্যানার্জি দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছে নির্বাচনের আগে ভোটার লিস্ট ক্লিন করতে হবে। প্রশ্ন এখানে যে দল নেত্রী যা বলছে তা কি করবে দলীয় কর্মীরা। তাহলে সেই ক্ষেত্রে যেই মৃত ভোটারদের ভোটের জোরে নির্বাচনে জয়ী হয় তৃণমূল সেই নামও বাদ দিতে হবে, সেই কাজ কি তিনি করবেন?
এই ভুতুরে ভোটার ধরতে সুব্রত বক্সীর নেতৃত্বে কমিটিও গঠন করেছেন তৃণমূল নেত্রী। সেই কমিটিতে আছেন অভিষেক। যিনি ডায়মন্ড হারবার থেকে বুথ দখল করে বিপুল ভোটে জয়ী হন।
তবে এদিনের সভা থেকে সরাসরি না হলেও দলের অভ্যন্তের গোষ্ঠী কোন্দলের কথা মেনে নিয়েছেন তৃণমূল নেত্রী। দলের ছাত্র যুব অংশকে সামনে রেখে তিনি বলেন, ‘‘নিজেদের মধ্যে খালি ঝগড়া করবে? না একসাথে কাজ করবে? সবাইকে বলছি একসাথে কাজ করতে হবে।’’

এদিনের সভা থেকে দুর্নীতি নিয়ে একটি কথাও বলেননি মমতা এবং অভিষেক।

Comments :0

Login to leave a comment