TMC Scathes CPIM agents

বসিরহাটে এজেন্টদের মারধর-হুমকি

জেলা লোকসভা ২০২৪

নয়া কৌশল তৃণমূলের। বামফ্রন্ট মনোনিত কংগ্রেস সমর্থিত সিপিআই(এম) প্রার্থী নিরাপদ সর্দারের হয়ে যারা বুথ এজেন্ট বসবে তাদের ১জুন ভোটের দিন বুথে না যাওয়ার হুমকি শুরু হয়েছে বসিরহাট লোকসভার বিভিন্ন বুথ এলাকায়। বসিরহাট উত্তর বিধানসভা এলাকায় চৈতা গ্রাম পঞ্চায়েতের চৈতা, গৌরিভোজ,কৃপালপুর, মালতিপুর, কচুয়া পঞ্চায়েতের করোলিয়া,রজালিপুরে বামফ্রন্টের প্রার্থীর বুথ এজেন্টদের রায় ধরে বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। অন্যদিকে বসিরহাট পৌরসভার ১ও ২৩নং ওয়ার্ডে সাধারণ ভোটারদের ভোট দিতে না যাওয়ার আগাম হুমকির অভিযোগ উঠছে ওই সমস্ত ওয়ার্ডের তৃণমূল আশ্রিত দুষ্কৃতী বাহিনীর বিরুদ্ধে।

Comments :0

Login to leave a comment