বিশ্বনাথ সিংহ: রায়গঞ্জ
মোটর বাইক দুর্ঘটনায় মৃত ২।. মৃত দুজন রায়গঞ্জ আদালতের আইনজীবী। দুর্ঘটনার খবর পৌছাতেই রায়গঞ্জ শহর জুড়ে শোকের ছায়া নেমে আসে।
ঘটনাটা ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার মারনাই মোড় এলাকায়।
জানা গেছে মৃত ২ আইনজীবির নাম শুভজিত সাহা (৩২) এবং বাপ্পাদিত্য বর্মন (৩৩)। শুভজিত সাহার বাড়ি রায়গঞ্জ শহরের বন্দরে এবং মৃত বাপ্পাদিত্য বর্মনের বাড়ি হেমতাবাদে চৈনগর গ্রামে। সুত্রে পাওয়া খবরে জানা যায়, শনিবার রাত ৯ টা নাগাত রাতের অন্ধকারে ৩৪ নম্বর জাতীয় সড়কে মোটর বাইকে চড়ে ময়না গ্রামে যাচ্ছিলেন। উল্টো দিক থেকে আসা ছোট গাড়ির ধাক্কায় দুর্ঘটনায় কবলে পড়ে মোটর সাইকেল। দুর্ঘটনার পরে ইটাহার স্বাস্থ্য কেন্দ্রে আনলে মৃত্যু বলে ঘোষণা করেন চিকিৎসকরা। রায়গঞ্জ হাসপাতালে মর্গে আনা হয়েছে বলে জানা যায়।
Comments :0