Supreme Court

সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা দাঁড়ালো ৩৪

জাতীয়

সুপ্রিম কোর্টের বিচারপতি হলেন মণিপুরের এন কোটিশ্বর সিং। এই প্রথম মণিপুর থেকে কেউ সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত হলেন। বর্তমানে তিনি জম্মু, কাশ্মীর এবং লাদাখ হাইকোর্টের প্রধান বিচারপতি। এর আগে গুয়াহাটি এবং মণিপুর হাইকোর্টের বিচারপতি হিসাবেও তিনি কাজ করেছেন। মণিপুরের অ্যাডভোকেট জেলারেলও ছিলেন তিনি।

মঙ্গলবার নতুন দুজন সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূ। বিচারপতি সিং ছাড়াও মাদ্রাস হাইকোর্টের দায়িত্ব প্রাপ্ত প্রধান বিচারপতি মহাদেবনকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিয়োগ করা হয়েছে। যার জেরে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতিকে নিয়ে বিচারপতির সংখ্যা হলো ৩৪।

বিচারপতি মহাদেবন ২০১৩ সালে মাদ্রাস হাইকোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত হন, তার আগে মাদ্রাস সরকার এবং ভারত সরকারের একাদিক দায়িত্ব তিনি সামলেছেন।   

Comments :0

Login to leave a comment