ভারতীয় টেবিল টেনিস তারকা শরৎ কমল অবসরের সিদ্ধান্ত জানিয়েছেন। আগামী মাসে চেন্নাইয়ে বিশ্ব টেবিল টেনিস সংস্থা বা WORLD TABLE TENNIS ( WTT ) স্টার কন্টেনডোরের ম্যাচের পরই অবসরে চলে যাবেন শরৎ। বর্তমানে ৪২বছরের শরতের টেবিল টেনিসে অর্জনসংখ্যা অগুনতি। মোট ১৩টি কমনওয়েলথ গেম্স্ খেলে জিতেছেন ৭টি সোনা, ২টি এশিয়ান গেমসের ব্রোঞ্জ পদক এবং ৫টি অলিম্পিক গেমসে খেলেছেন। শরতের এই অর্জনের দ্বারাই ভারতে টেবিল টেনিস খেলাটিকে দর্শক কিছুটা গুরুত্ব দিয়েছিল। সৃজা আকুলার সঙ্গে জুটি বেঁধে জিতেছেন অনেক পদক। তার অবসরের পর ভারতের টেবিল টেনিসের দায়িত্ব বর্তাবে তরুণদের কাঁধে। শরৎ আসার আগের ভারতের টেবিল টেনিস আর তার পরবর্তীতে টেবিল টেনিসের মধ্যে রয়েছে বিস্তর পার্থক্য। ভারতে এই টেবিল টেনিস খেলাটিকে তিনি যেন এক নবরূপ প্রদান করেছিলেন ।
SHARATH KAMAL
টেবিল টেনিস থেকে অবসর শরৎ কমলের

×
Comments :0