two rally in city on jadavpur and rg kar incident

আজ দুই নাগরিক মিছিল কলকাতায়, সকলকে যোগ দেওয়ার আহ্বান বামফ্রন্টের

রাজ্য

two rally in city on jadavpur and rg kar incident

—  অভয়ার নৃশংস হত্যাকাণ্ডের ন্যায়বিচার থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষা মন্ত্রীর ন্যক্কারজনক আচরণের তীব্র প্রতিবাদ জানিয়ে রবিবার আবারও রাস্তা দখলের ডাক দিয়েছে জয়েন্ট প্ল্যাটফরম অব ডক্টরস, পশ্চিমবঙ্গ ও অভয়া মঞ্চ। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু সমস্ত গণতন্ত্রপ্রিয় শুভবুদ্ধিসম্পন্ন মানুষকে এই দু’টি মিছিলে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন। রবিবার দু’টি পৃথক মহামিছিল অচল করবে কলকাতাকে, নাগরিক সমাজের স্বতঃস্ফূর্ত আন্দোলনে অবরুদ্ধ হবে চৌরঙ্গী এলাকা। বিকেল ৪টেয় একটি মিছিল হাজরা থেকে ও অন্যটি ধর্মতলা থেকে রওনা হয়ে মিলিত হবে রবীন্দ্র সদনের সামনে রানুচ্ছায়া মঞ্চে। সেখানে হবে বৃহৎ প্রতিবাদ সভা। সিনিয়র ও জুনিয়র চিকিৎসক, মেডিক্যাল সহ সমস্ত বিভাগের ছাত্রছাত্রী ও  যুবসমাজ, সর্বস্তরের পেশা ও বৃত্তির মানুষজন, ক্রীড়া ও সংস্কৃতি জগতের ব্যক্তিত্ব, গণতান্ত্রিক আন্দোলনের কর্মী থেকে শুভবুদ্ধিসম্পন্ন মানুষ অংশ নেবেন এই কর্মসূচিতে। 
শনিবার এক বিবৃতিতে বিমান বসু বলেছেন, অভয়ার হত্যাকাণ্ডের ঘটনার ৭মাস পরেও বিচার হয়নি, শাস্তি হয়নি প্রকৃত দোষীদের। কলকাতা পুলিশের মতো সিবিআই তদন্তের গড়িমসিতে প্রশ্ন তুলেছেন মানুষ। ওদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঘটনা ঘটেছে তাতে শিক্ষাঙ্গন ও শিক্ষাজগত কলুষিত হয়েছে, তা করেছে দুই শাসক দল। দু’টি ঘটনাতেই দোষীদের কঠোর শাস্তির দাবি উঠেছে সর্বস্তরে। রবিবার যে দু’টি নাগরিক মিছিলের ডাক দেওয়া হয়েছে তাতে সমর্থন ও সংহতি জানাচ্ছে বামফ্রন্ট। সমস্ত শুভবুদ্ধিসম্পন্ন গণতন্ত্রপ্রিয় মানুষকে এই দু’টি মিছিলে যোগ দেওয়ার আহ্বান জানানো হচ্ছে বামফ্রন্টের পক্ষ থেকে। 
ইতিমধ্যে জয়েন্ট প্ল্যাটফরম অব ডক্টরস, পশ্চিমবঙ্গ ও অভয়া মঞ্চ-র তরফেও  বিবৃতি দিয়ে এই কর্মসূচির ঘোষণা করে নাগরিক সমাজকে শামিল হওয়ার আবেদন জানানো হয়েছে। অ্যাসোসিয়েশন অব হেলথ সার্ভিস ডক্টরস, পশ্চিমবঙ্গ এই কর্মসূচিকে সমর্থন জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, এখনও বিচার পাননি অভয়া, সবটাই ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। সেই নৃশংস হতাকাণ্ডের ৭ মাস পূর্ণ হবে রবিবার। এরই মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষা মন্ত্রীর ঔদ্ধত্য ও দম্ভের শিকার হয়ে তাঁর গাড়ির তলায় চাপা পড়লেন সেখানকার ছাত্ররা। প্রতিবাদে উত্তাল গোটা রাজ্য। সব ক্ষেত্রেই প্রশাসন নির্বিকার। এর বিরুদ্ধে আবারও প্রতিবাদের রাস্তায় নামবেন মানুষ। 
অ্যাসোসিয়েশন অব হেলথ সার্ভিস ডক্টরস, পশ্চিমবঙ্গ-এর সাধারণ সম্পাদক ডাঃ উৎপল বন্দ্যোপাধ্যায় বলেছেন, ভয়ের রাজনীতি বা থ্রেট কালচার ধারাবাহিকভাবেই চলছে শাসকের প্রত্যক্ষ মদতে। গোটা স্বাস্থ্য ব্যবস্থাই গত কয়েক বছরে পচে গলে গেছে। চারদিকে জাল জুয়াচুরির রাজত্ব, জাল ওষুধের রমরমায় আরও সর্বনাশ আসন্ন। প্রতিবাদ করলেই প্রতিহিংসার আশ্রয় নিচ্ছে শাসককূল। তিনি বলেন, একইভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমরা দেখলাম একজন শিক্ষা মন্ত্রীর ঔদ্ধত্য আর দম্ভ কোন জায়গায় যেতে পারে। তাঁর গাড়ি যেভাবে ন্যায়ের দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর দিয়ে চলে পিষে দিল, তা অতি ন্যাক্কারজনক। সব ক্ষেত্রেই প্রশাসন দায় দায়িত্ব এড়িয়ে নির্বিকার, শুধু আসল ঘটনাকে আড়াল করার চেষ্টা চলছে। সুতরাং এসবের আরও জোড়ালো প্রতিবাদ হতে হবে। আমরা রাস্তায় ছিলাম, আছি এবং রবিবার আবারও আমরা কলকাতায় ব্যাপকভাবে রাস্তায় নামব। একইসঙ্গে ওইদিন সমস্ত জেলাগুলিতেও এই প্রতিবাদ আন্দোলন হবে।

Comments :0

Login to leave a comment