PNB Fraud case

পিএনবি প্রতারণা মামলায় গ্রেপ্তার নেহাল মোদি

জাতীয়

পিএনবি ব্যাঙ্ক প্রতারণা মামলায় মার্কিন যুক্তরাষ্ট্র থেকে গ্রেপ্তার হলেন নীরব মোদীর ভাই নেহাল মোদী। মার্কিন প্রশাসন সূত্রে খবর শুক্রবার তাকে হেপাজতে নেওয়া হয়েছে। মার্কিন আদালতে মামলা চলছে। সূত্রের খবর নেহালের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে। এক, আর্থিক প্রতারণা এবং তার পাশাপাশি প্রমাণ লোপাটের অভিযোগও আছে তার বিরুদ্ধে। 
নীরব মোদি, নেহাল মোদী এবং মেহুল চোক্সির বিরুদ্ধে ১৩,৫০০ কোটি টাকা দুর্নীতি অভিযোগ আছে। ইডি এবং সিবিআই’র তালিকায় নামে আছে এই তিনজনের। বিপুল অঙ্কের এই দুর্নীতির পর দেশ ছাড়া তিনজন। গ্রেপ্তার হয়েছেন মেহুল চোক্সি। 
উল্লেখ্য নীরব মোদির প্রত্যর্পণের বিষয় ব্রিটিশ আদালত সবুজ সঙ্কেত দিলেও একাধিক কারণে তাকে ভারতে ফেরানো সম্ভব হচ্ছে না।

Comments :0

Login to leave a comment