Shantinikatan Poush Mela 2024

চার বছর পর ফের হতে চলছে শান্তিনিকেতনের পৌষমেলা

রাজ্য জেলা

বিশ্বভারতী ও শান্তিনিকেতন ট্রাস্টের বৈঠক।

আভাস মিলেছিল আগেই। অবশেষে তাইই চূড়ান্ত হল। চার বছর বাদে ফের পূর্বপল্লীর মাঠেই বসতে চলেছে ঐতিহ্যবাহী পৌষমেলা। বুধবার বিশ্বভারতীর কর্মীমন্ডলী ও শান্তিনিকেতন ট্রাস্টের ম্যারাথন বৈঠক শেষে এই নির্যাসই বেরিয়ে এসেছে। তাতে স্পষ্ট হয়েছে, আগের মতই মেলার আয়োজন করবে শান্তিনিকেতন ট্রাস্টে। সহায়তা করবে বিশ্বভারতী। এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবেই আনন্দিত শান্তিনিকেতনপ্রেমীরা। 
এদিন বিশ্বভারতীর কেন্দ্রীয় গ্রন্থাগারের সভাকক্ষে হওয়া দ্বিপাক্ষিক বৈঠকের পর বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ জানিয়েছেন, ‘‘এবার পৌষমেলার যথারীতি শান্তিনিকেতন ট্রাস্ট করবে, বিশ্বভারতী সহযোগিতা করবে। ২০১৯ সালের পর ২০২৪ সালে এই মেলার ট্রাস্ট ডিড অনুযায়ীই হবে। তবে আগের মত রাজ্য সরকারের কাছে বিভিন্ন বিষয়ে সহযোগিতা চাওয়া হবে। সেই মর্মে চিঠি দেওয়া হবে। এটাই বৈঠকে সিদ্ধান্ত হল। কারণ গ্রীন ট্রাইবুনালের নানা নির্দেশিকা মেনে মেলা করাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।’’ মেলার আয়োজক শান্তিনিকেতন ট্রাস্টের সম্পাদক অনিল কোনার আগেই জানিয়েছেন, ‘‘গত চার বছরের মধ্যে প্রথম তিন বছর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী মেলা করতে দেন নি। শেষ বছর মেলার মাঠে নোংরা-আবর্জনা ভর্তি থাকার কারণে শান্তিনিকেতন ট্রাস্ট করতে চায় নি। তবে এবার মেলার করার পক্ষেই  সমর্থন জানানো হয়েছে ট্রাস্টের তরফে। বৈঠকটি পুজোর আগে হওয়া উচিত ছিল। তাতে হাতে সময় পাওয়া যেত। কিন্তু অল্প সময়ের জন্য মেলা হলেও তার পরিপূর্ণতায় খানিকটা তো ঘাটতি থাকবে।’’ সময়ের অভাব খানিকটা অবশ্যই ভাবাচ্ছে মেলার আয়োজকদের। যেমন সময়ের অভাবে প্রাদেশিক স্টল যেমন কাশ্মির, অন্ধ্রপ্রদেশ, মণিপুরি হ্যান্ডলুম সহ অন্যান্য নানান সংস্থাদের অল্প সময়ে মেলায় অংশগ্রহণ করা অসুবিধাজনক। তবে সবপক্ষ এক প্রশ্নে একমত, ‘শান্তিনিকেতনের পৌষমেলা’ ফের পুরোনো চেহারায় ফিরে আসার ঘোষনা শান্তিকেতন প্রেমীদের চার বছরের অতৃপ্তির অবসান ঘটাবে। বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য তথা কর্মীমন্ডলীর চেয়ারম্যান বিনয় কুমার সরেনের তত্ত্বাবধানে এদিকের বৈঠকে স্থির হয়েছেএবছর ফিরতে চলেছে পৌষমেলা। তবে আগের মতই জল, বিদ্যুৎ, নিকাশি ব্যবস্থা, নিরাপত্তা ব্যবস্থা প্রভৃতির জন্য রাজ্য জেলা প্রশাসনের সহযোগিতা নেবে শান্তিনিকেতন ট্রাস্ট ও বিশ্বভারতী কর্তৃপক্ষ। 
মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত শান্তিনিকেতন ট্রাস্ট৷ সেই ট্রাস্ট ডিডে উল্লেখ রয়েছে প্রতি বছর ৭ই পৌষ একটি মেলার আয়োজন করবে ট্রাস্টআর সমস্ত রকম সহযোগিতা করবে বিশ্বভারতী। সেই মত চিরাচরিত প্রথা অনুযায়ী পৌষ উৎসব ও পৌষমেলা চলে আসছে।২০১৯ সালে শেষবার হয়েছিল এই মেলা। ২০২০ সালে কোভিড পরিস্থিতি এবং ২০২১ ও ২০২২ সালে তৎকালীন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী গা-জোয়ারিপনার ফলে পৌষমেলা হয় নি। রাজ্য সরকারের তরফে এই সময়কালে মেলার আয়োজন করা হলেও তার সাথে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের হাত দিয়ে সূচনা হওয়া পৌষমেলার ঐতিহ্যের বিস্তর ফারাক ছিল। ফের ঐতিহ্যবাহী পৌষমেলার আয়োজন শান্তিনিকেতন ট্রাস্ট ও বিশ্বভারতী কর্তৃপক্ষ নেওয়ার সিদ্ধান্ত পাকা হওয়ায় স্বস্তির বাতাস ছড়িয়েছে শান্তিনিকেতন জুড়ে।

Comments :0

Login to leave a comment