সুতি এবং ধুলিয়ানের সাম্প্রদায়িক উত্তেজনা নিয়ন্ত্রণে আনতে চার রাউন্ড গুলি চালানোর কথা সাংবাদিক সম্মেলন করে স্বীকার করলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। এদিন ডিজি রাজীব কুমার এবং এডিজি আইনশৃঙ্খলা জাভেদ সামিম সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাধারণ মানুষের কাছে আবেদন করেন, কোনরকম প্ররোচনায় পা না দিতে। তাদের দাবি মানুষের আবেগ নিয়ে খেলা হচ্ছে।
রাজীব কুমার বলেন, ‘‘কেউ যদি বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করে তবে পুলিশ কঠোর পদক্ষেপ নেবে। যে কোন ধরনের গুজব থেকে দুরে থাকতে হবে। গুজবে কান দেওয়া যাবে না। যারা অশান্তি তৈরি করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।’’
রাজ্য পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে যে জায়গায় অশান্তি হয়েছে সেখানে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী ১৬৩ ধারা জারি করা হয়েছে। রাজীব কুমার বলেন, ‘‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সবার সাহায্য প্রয়োজন। গুজব ছড়ানো বন্ধ করতে হবে। যা পদক্ষেপ নেওয়া দরকার পুলিশ তাই করবে।’’
ওয়াকফ সংশোধনী আইন নিয়ে মূর্শিদাবাদের বিভিন্ন জায়গায় অশান্তি ছড়িয়েছে। এই অশান্তির ঘটনায় ইতিমধ্যে শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তারও করেছে পুলিশ।
Murshidabad
গুজবে কান না দেওয়ার আবেদন রাজ্য পুলিশের

×
Comments :0