Hariyana

হরিয়ানায় দল বেঁধে ধর্ষণের শিকার মহিলা

জাতীয়

হরিয়ানা রেলের কামরায় ধর্ষণের শিকার হলেন ৩৫ বছরের এক মহিলা। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ২৬ জুন মহিলার পরিবারের পক্ষ থেকে থানায় নিখোঁজের অভিযোগ জানানো হয়। পরিবারের দাবি ২৪ তারিখ থেকে সে নিখোঁজ ছিলেন। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে নির্যাতিতার স্বামী তাদের জানান যে এর আগেও তিনি বাড়ি থেকে চলে গিয়েছিলেন। কিন্তু পরবর্তী সময় ফিরে আসেন।

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর তদন্তে নির্যাতিতা জানিয়েছেন তিনি স্টেশনে বসে থাকাকালিন একজন ব্যক্তি এসে জানান যে তাঁর স্বামী তাকে পাঠিয়েছেন বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। তারপর ওই ব্যক্তি তাকে একটা ফাঁকা কামরায় নিয়ে যায়। সেখানে তাঁকে দল বেঁধে ধর্ষণ করা হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ধর্ষণের পর নির্যাতিতাকে রেল লাইনে ফেলে দেওয়া হয়। রেল দুর্ঘটনায় তিনি একটি পা হারিয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। 

গোটা ঘটনাকে কেন্দ্র করে রেল পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। শুরু হয়েছে তদন্ত।  

Comments :0

Login to leave a comment