বাঁকুড়ায় বজ্রাঘাতে মৃত দুই আহত তিন। আহতরা অমরকানন হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে গঙ্গাজলঘাটি থানার তরকাবাঈদ গ্রামের জঙ্গলে। নিহত ও আহতদের বাড়ি তরকাবাঈদ গ্রামে। মৃতরা হলেন চায়না লোহার (৬০) ও মায়া লোহার (৩৮)। জানা যায়, অন্যান্যদিনের মতো এদিন সকালে তাঁরা গ্রামের অদূরে জঙ্গলে কাঠ, পাতা কুড়োতে গিয়েছিলেন। বাড়ি ফেরার পথেই বৃষ্টি শুরু হলে তাঁরা একটি বড় গাছের নিচে আশ্রয় নিয়েছিলেন। সেখানেই বজ্রপাত হয়। ঘটনাস্থলেই দু’জন মারা যান।
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিল সোমবার দক্ষিণবঙ্গের দুই তিনটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রয়েছে বজ্রপাতের আশঙ্কাও। দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে মঙ্গলবার থেকে। আকাশ আংশিক মেঘলা থাকবে তাপমাত্রার সঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি।
হাওয়া অফিস জানিয়েছে আগামী পাঁচ দিন উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও সতর্কতা রয়েছে বেশ কিছু জায়গায়। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি জারি থাকবে কলকাতা ও দক্ষিণবঙ্গে এদিন এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
Comments :0