NATUNPATA KABITA RATHER MELA

নতুনপাতা কবিতা / রথের মেলা

ছোটদের বিভাগ

NATUNPATA KABITA RATHER MELA 26 JUNE

রথের মেলা
        নির্মলেন্দু শাখারু

পাড়ার মাঠে উঠত সেজে
পুরানো রথখানি,
ছোটো-বড়ো হতাম জড়ো
তবেই সে রথ টানি।

রথকে নিয়ে রথের মেলা
হত যখন শুরু,
আষাঢ়ে মেঘ মাথার উপর
করত গুরু গুরু।

ভয় কীসে তাই
হোক না বাদল
একশা হতাম ভিজে,
তবু রথের ধরব রশি--
টানব গিয়ে নিজে।

হামলে পড়া রথের মাঝে
কে রশি তার টানে,
জয় জগন্নাথ মিষ্টি সুরে 
মত্ত সবাই গানে।

রথের মেলায় 
পাঁপড় ভাজা
সঙ্গে জিবেগজা,
জিলিপি চাই ? 
মন্ডামিঠাই 
খেতে ভারী মজা!

ছেলেবেলার এসব খুশি
মধুর স্মৃতিটুকু,
আজকে রথের টানবে রশি
পাড়ার খোকাখুকু!

Comments :0

Login to leave a comment