Ambedkar

আম্বেদকরের কুশপুতুল পুড়িয়েছিল আরএসএস, ‘সংবিধান দিবস’-এ বললেন খাড়গে

জাতীয়

নরেন্দ্র মোদী ঔপনিবেশিকতার শিকার হওয়ার নিয়ে উপদেশ দিচ্ছেন। কিন্তু তিনি নিজেই সেই মতাদর্শের শরিক যারা স্বাধীনতা সংগ্রাম এবং জাতীয় আন্দোলন থেকে দূরে সরে ছিল। দেশবাসীর পাশে দাঁড়ানোর বদলে যে শক্তি ব্রিটিশদের সমর্থন করেছিল।’’
বুধবার ‘সংবিধান দিবস’-কে কেন্দ্র করে একথা বলেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।
এদিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর ভাষণে গোটা ভারতবাসীকে সংবিধানের প্রতি সম্মান ও মর্যাদা রাখার পক্ষে বক্তব্য রেখেছেন। মোহনদাস করমচাঁদ গান্ধীকে স্মরণ করে মোদী বলেছেন অধিকারের দাবি করতে হলে কর্তব্যও স্মরণে রাখা জরুরি।
লক্ষ্যণীয়, এদিনই দেশের সর্বত্র শ্রমিক এবং কৃষক সংগঠনগুলি একযোগে শ্রম কোড চালুর প্রতিবাদ জানিয়েছেন। সংগঠনগুলি মনে করিয়েছে, শ্রম কোডে কেড়ে নেওয়া হয়েছে শ্রমজীবীর এমন সব অধিকার যার পক্ষে লড়াই হয়েছে স্বাধীনতা সংগ্রামের সময়েও।
মোদী বলেছেন, ‘ভারতের জনগণ হিসেবে প্রত্যেকটি মানুষের কর্তব্য সংবিধান মেনে চলা।'
‘সংবিধান দিবস’ পালনের নামে প্রচার চালালেও সংবিধানের মর্মবস্তুকে খতম করার অভিযোগ বারবার উঠেছে বিজেপি সরকারের বিরুদ্ধে।
লোকসভার বিরোধী দলনেতা কংগ্রেসের রাহুল গান্ধী বলেন , 'সংবিধান শুধু একটি বই নয় এটি একটি প্রতিশ্রুতি। বর্ণ , ধর্ম , দরিদ্র , গরিব , অঞ্চল  বা ভাষা নির্বিশেষে প্রত্যেকের সমান অধিকারের প্রতিশ্রুতি। এই অধিকার রক্ষা করতে হলে সংবিধানকে রক্ষা করতে হবে।'
খাড়গেও সেই প্রসঙ্গে বলেছেন, ‘‘সংবিধান যখন গ্রহণ করা হয়েছিল আরএসএস প্রকাশ্যে তাকে ‘বিদেশি মতাদর্শে চালিত’ বলেছিল। কারণ তাঁদের দর্শন ‘মনুস্মৃতি’-কে সমর্থন করে। গোড়া থেকে আরএসএস সংবিধানের বিরোধী।’’
খাড়গে বলেন, ‘‘আজ এই শক্তিই দেশের ক্ষমতায়। এখন তারাই রাজনৈতিক কারণে বলতে বাধ্য হচ্ছে যেন সংবিধান তাদেরই তৈরি।’’
খাড়গে বলেন, ‘‘১৯৪৮’র ১১ ডিসেম্বর এই আরএসএস রামলীলা ময়দানে সভা করে সংবিধান প্রণেতা বাবাসাহেব আম্বেদকরের কুশপুতুল পুড়িয়েছিল।’’

Comments :0

Login to leave a comment