Wimbledon Final

উইম্বলডন ফাইনালে সিনার বনাম আলকারেজ

খেলা

রবিবার রাত ৮ :৩০ টায় উইম্বলডনের বহু প্রতীক্ষিত ফাইনাল। বিশ্বের প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারী টেনিস তারকা মুখোমুখী হবে একে অপরের। ইতালিয়ান জন্নিক সিনার ও স্প্যানিশ কার্লোস আলকরেজ নামবেন কোর্টে। মোট ১২ বারের মুখোমুখি সাক্ষাতে ৮ বার জিতেছে আলকারেজ। ৪ বার সিনার। ফলে এই লড়াইয়েও ব্যাবধান কমিয়ে নিতে চাইবেন সিনার।

Comments :0

Login to leave a comment