চুরি হওয়া মোবাইল সহ ৬ জনকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে পূর্বস্থলী থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ২৪ টি মোবাইল। যার মধ্যে গত ১১ জুন রাতে পূর্বস্থলীর বিশ্বরম্ভার একটি দোকান থেকে চুরি যাওয়া ছয়টি মোবাইল রয়েছে। কালনা মহকুমা পুলিশ অফিসার সপ্তর্ষি ভট্টাচার্য সাংবাদিক সম্মেলনে এই তথ্য দেন। তিনি বলেন জুন মাসের ১২ তারিখে পূর্বস্থলীর বিশ্বরম্ভার চাপাতলা জনৈক খোকন দাস পূর্বস্থলী থানায় একটি অভিযোগ জমা দেন। তাতে বলা হয় গতরাত্রে তার দোকান থেকে ২৬ টি মোবাইল চুরি হয়ে হয় যার মূল্য আনুমানিক ৪ লক্ষ টাকা। এই অভিযোগের ভিত্তিতে পূর্বস্থলী থানার আইসি সন্দীপ গাঙ্গুলীর নেতৃত্বে তদন্ত শুরু করেন এসআই সন্দীপ পাঠক।
তদন্তে নেমে তিনি বীরভূম থেকে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে পূর্বস্থলীতে নিয়ে আসেন। তাদের জিজ্ঞাসাবাদ করে আরো চারজনকে গ্রেপ্তার হয়। তার মধ্যে রয়েছেন পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামের একজন। পুলিশের দাবি এই অভিযুক্তদের নিকট থেকে উদ্ধার হয় ২৪ টি মোবাইল। যার মধ্যে ৬ টি মোবাইল খোকন দাসের দোকান থেকে চুরি যাওয়া মোবাইল। মহকুমা পুলিশ অফিসার আরো বলেন, তদন্ত চলছে। এই ঘটনার সঙ্গে আরো কয়েকজনের যোগসূত্র পাওয়া গেছে।
Comments :0