রবিবার সন্ধ্যায়, দেশের 76 তম প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে, মালদহ জেলা বামফ্রন্টের উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ সামাজিক বিচার ফোরামের সহায়তায়, দেশের সংবিধান রাষ্ট্রপতি ড. আর আম্বেদকরের প্রতি করা অবমাননাকর ও অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুত্তলিকা গ্মানালিয়ে আম্বেদকরের মূর্তির সামনে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। @সংসদের শীতকালীন অধিবেশনে সংবিধান নিয়ে আলোচনার সময় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিরোধীদের উদ্দেশে বলেন, এতবার আম্বেদকরের নামের বদলে ঈশ্বরের নাম নেওয়া ভালো হবে। অমিত শাহের এই বক্তব্যের পরই নিন্দার ঝড় উঠতে শুরু করেছে দেশজুড়ে।
amit shah
অমিত শাহর কুশপুত্তলিকা বিক্ষোভ মালদা টাউন স্টেশন এলাকায়
×
Comments :0