এখনো উন্নতি হয়নি আসামে বন্যা পরিস্থিতি। রবিবার রাজ্য সরকারের দুর্যোগ মোকাবিলা বিভাগের বিবৃতিতে বলা হয়েছে, কোথাও কোথাও জলস্তর নামতে শুরু করেছে। তবুও পরিস্থিতি এখনো ভয়াবহ। এখনো ১ হাজার ১১৮ গ্রাম এখনো জলের নিচে। বন্যার কারণে নয়টি জেলার চার লক্ষের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত। মৃত্যু হয়েছে তিন জনের। প্রায় ৮ হাজার ৪৬৯ হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে।
তথ্য অনুযায়ী, বাকসা, বরপেটা, দারং, ধুবড়ি, গোলপাড়া, কামরুপ, লখিমপুর, নলবাড়ি, উদালগুড়ি জেলার ৪ লক্ষ ৭ হাজার ৭০০ জনের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৮ হাজার ৪৬৯ হেক্টর ফসলি জমি। প্রসাশনের তরফে ১০০ বেশি ত্রাণ শিবির খোলা হয়েছে। ৮১ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
Comments :0