Assam Flood

আসামে বন্যায় নিহত তিন

জাতীয়

Assam Flood


এখনো উন্নতি হয়নি আসামে বন্যা পরিস্থিতি। রবিবার রাজ্য সরকারের দুর্যোগ মোকাবিলা বিভাগের বিবৃতিতে বলা হয়েছে, কোথাও কোথাও জলস্তর নামতে শুরু করেছে। তবুও পরিস্থিতি এখনো ভয়াবহ। এখনো ১ হাজার ১১৮ গ্রাম এখনো জলের নিচে। বন্যার কারণে নয়টি জেলার চার লক্ষের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত। মৃত্যু হয়েছে তিন জনের। প্রায় ৮ হাজার ৪৬৯ হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে।


তথ্য অনুযায়ী, বাকসা, বরপেটা, দারং, ধুবড়ি, গোলপাড়া, কামরুপ, লখিমপুর, নলবাড়ি, উদালগুড়ি জেলার ৪ লক্ষ ৭ হাজার ৭০০ জনের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৮ হাজার ৪৬৯ হেক্টর ফসলি জমি। প্রসাশনের তরফে ১০০ বেশি ত্রাণ শিবির খোলা হয়েছে। ৮১ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

Comments :0

Login to leave a comment