Bangladesh Protest

গাজায় গণহত্যার প্রতিবাদ, বিক্ষোভ বাংলাদেশে

আন্তর্জাতিক

মীর আফরোজ জামান: ঢাকা
ইজরায়েলের বিরুদ্ধে গোটা বিশ্বে নিন্দার ঝড় উঠেছে। সোমবার ইজরায়েলী বাহিনীর লাগাতার নৃশংস গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদে সামিল হলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, জাতীয় সমাজতান্ত্রীক দল(জাসদ)সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন। 
এদিন যুদ্ধের বিরুদ্ধে শান্তির বার্তা নিয়ে মিছিল করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। নেতৃত্ব বলেন, প্যালেস্তাইনের উপর ক্রমাগত শিশুঘাতী নারীঘাতী আক্রমণের ঘটনায় সরকারকে তার মনোভাব বদল করে প্যালেস্তাইনের প্রতি সংহতি জ্ঞাপন করতে হবে। প্যালেস্তাইনকে ইজরায়েলের উপনিবেশ গড়ার যড়যন্ত্র রুখতে বিশ্বজুড়ে আওয়াজ তুলতে হবে। অবিলম্বে যুদ্ধের নামে গণহত্যা বন্ধ করতে হবে। 
সম্প্রতি যুদ্ধের বিরুদ্ধে ইজরায়েলের সাধারণ মানুষও রাস্তায় নেমেছেন। জেরুজালেম শহরে প্রধানমন্ত্রীর নেতানেয়াহুর বাসভবনের বাইরে বিক্ষোভ দেখিয়েছেন হাজার হাজার মানুষ। কয়েক হাজার মানুষের জমায়েত ভাঙতে, জলকামান দিয়ে হামলা চালিয়েছে পুলিশ।   
সোমবার গাজাতে ইজরায়েলী বাহিনীর লাগাতার নৃশংস আক্রমণের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। ইজরায়েলী বাহিনীর লাগাতার হামলার প্রতিবাদ ও প্যালেস্তিনীয়দের প্রতি সংহতি জানিয়ে ‘নো ওয়ার্ক নো ক্লাস’ কর্মসূচি পালিত হচ্ছে। বাংলাদেশের দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস-পরীক্ষা হচ্ছে না। বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে এই কর্মসূচি পালিত হচ্ছে। একতরফাভাবে যুদ্ধ ঘোষণা করে, বিনা বাধায় গাজায় গণহত্যা ও জবরদখলের নৃশংস অভিযান চালাচ্ছে ইজরায়েল। তার বিরুদ্ধেই এদিন বিক্ষোভ মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য ও অপরাজেয় বাংলার সামনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের পড়ুয়া ও বিভিন্ন স্কুল-কলেজের পড়ুয়ারা বিক্ষোভ সমাবেশ করেছেন। হাতে 'বয়কট ট্রাম্প, ‘সেভ প্যালেস্তাইন’, ‘বয়কট ইউএসএ’ লেখা বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়।
রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছেন বিভিন্ন প্রতিষ্ঠানের আধিকারিক ও কর্মচারীরা। বেলা ১১টা নাগাদ বিভিন্ন সংগঠন ও পড়ুয়াদের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড, ব্যানার হাতে ‘ফ্রি প্যালেস্টাইন’, ‘স্টপ কিলিং ইন গাজা’ সহ নানা স্লোগান দিতে থাকেন। স্লোগান মুখরিত প্রতিবাদ মিছিলে উত্তাল হয়ে ওঠে ঢাকার বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়। নানান প্ল্যাকার্ডে ইজরায়েলী বর্বরতার বিপক্ষে প্যালেস্তিনীয়দের পক্ষে বিভিন্ন স্লোগান দেন পড়ুয়ারা। তাঁরা স্লোগান তোলেন, অবিলম্বে এই হত্যা বন্ধ করতে হবে। গণহত্যার দায়ে ইজরায়েলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার আহ্বান জানান তাঁরা।
বিক্ষোভ মিছিলে পড়ুয়ারা বলেন, ‘‘ইজরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে রাষ্ট্রসংঘ ও ইউনিসেফ বারবার শুধু বিবৃতি দিচ্ছে। বাস্তবে কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না, যা প্রকারান্তরে হত্যাযজ্ঞকে সমর্থনের শামিল।’’
ইজরায়েলী বাহিনীর লাগাতার নৃশংস আক্রমণের প্রতিবাদে এদিন মানববন্ধন করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। একই সঙ্গে জেরুজালেম ভূখণ্ডে প্যালেস্তিনীয়দের পূর্ণ অধিকার রয়েছে এবং তাদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম বৈধ ও ন্যায্য বলেও জানান তারা। পড়ুয়াদের সঙ্গে বুয়েটের বেশ কয়েকজন শিক্ষকও মানববন্ধনে অংশ নেন। গাজায় ইজরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে রাষ্ট্রীয়ভাবে নিন্দা-বিবৃতি, যুক্তরাষ্ট্রের হাইকমিশনারকে তলব করে জবাবদিহি চাওয়ার দাবিতে বিদেশ মন্ত্রক ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের প্ল্যাটফর্ম আজাদ প্যালেস্তিন। একইসঙ্গে নেতানিয়াহু ও ট্রাম্পের কুশপুত্তলিকা দাহ করাসহ মার্কিন দূতাবাস অভিমুখে মিছিল করবে প্ল্যাটফর্মটি।

Comments :0

Login to leave a comment